নোটিশ
সুআখিনী ও আমি
এই লেখাটি ইতিমধ্যে 1087বার পড়া হয়েছে।
সুআখিনী
আমি এখনো বেঁচে আছি তোমার চশমার ফ্রেমের আড়ালে লুকিয়ে থাকা চোখে।
যেখানে কপাল ভেজা ঘাম তোমার ভ্রু গড়িয়ে ঠোট স্পর্স করে।
আমি বেঁচে আছি তোমার কাল চুলের জমাট বাধা স্তুপে,
সিঁতির মাঝের লাল সিঁদুরের রঙের কনায়।
সুআখিনী
আমি কবিতা লিখি তোমার দেহের রক্ত কনিকার দিকে তাকিয়ে,
জমাট বাধা পিপড়ার রেল যেনো প্রতিনিয়ত পাল্টাচ্ছে ষ্টেশন।
মস্ত বড় নাক, তার কাধে নোলক,
স্বর্ণ ফুল দোলছে।
কি সুন্দর তুমি,
যেনো পুস্প বনে ভ্রমরী খেলছে
১,০৫৭ বার পড়া হয়েছে
লিখা ভালো হয়েছে , কিন্তু বানানের দিকে খেয়াল কম।