Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সুখের অসুখ……..

লিখেছেন: এই মেঘ এই রোদ্দুর | তারিখ: ২০/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1416বার পড়া হয়েছে।

যান্ত্রিক শহরে কাক ডাকা ভোরে উঠতে হয় না….
হেঁসেলে ঢুকেই আগুন ধরানোর ঝামেলা হয় না পোহাতে,
লাকড়ির স্তুপে পড়ে থাকে না ঘর্মাক্ত দেহ
মাটির চুলায় ফুয়ে ফুয়ে ঝরে না অকারণে অশ্রু;
ধোঁয়ায় আচ্ছন্ন হেঁসেল; কালিতে মাখামাখি জীবন;
পাঁচ অঙ্গুলির মাথা ফেটেও হয় না চৌচির,
ছাপ কলের পানিতে নিত্য দিনের কালিমা ঝরে যায়…
ঝরে না শুধু শারীরিক কষ্টগুলো; ক্লান্ত হলেও বিশ্রাম নেই;
দিনভর অক্লান্ত পরিশ্রম অন্তে ক্লান্ত দেহে ঘরে উঠা…
না, এসব কিছুই ছোঁয় না আমায়; হাত বাড়িয়ে ডাকে না কষ্ট;
ঘর্মাক্ত ক্লান্ত দেহে গা এলিয়েও দিতে হয় না বিছানায়…
হাড়ভাঙ্গা অক্লান্ত পরিশ্রমেও গায়ের লোকেরা সুখের সায়রে ভাসে;
হাসি আনন্দ, হই হুল্লোড়ে কেটে যায় তাদের দিন রাত মাস,
আর এত সুখে থেকেও সুখের অসুখ কেনো অন্তর ক্ষুরে খায়..
হাত বাড়ালেই সুখের হাতছানি; পা বাড়ালেই শান্তির নীড়খানি,
দিনান্ত বেলায় হিসাব কষে দেখি, প্রতিটি পলেই ছিল সুখ ছড়ানো..
রঙ্গীন স্বপ্ন দু চোখে, রঙ্গে রাঙানো মনের উঠোন জুড়ে,
মনের আকাশে মেঘ না আসলেও রংধনু ভাসে হাজার রং নিয়ে;
তবু কেনো মনে জমে কালো মেঘের স্তুপ; ধোয়াশাক্লান্ত দুই চোখ,
অনেক সুখে রেখেছ প্রভু; হাজার শোকর তোমার দরবারে;
মনের অসুখ দুর করে দাও; মার্জনা কর মোর হেন অপরাধ।

https://lh6.googleusercontent.com/-rD3mU2s6ZWc/Utyg_zUiN9I/AAAAAAAAZHA/rgItgsjbsxI/w553-h379/10174a-496.gif

১,৪৫৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি খুবই সাধারণ একজন মানুষ । জব করি বাংলাদেশ ব্যাংকে । নেটে আগমন ২০১০ সালে । তখন থেকেই বিশ্ব ঘুরে বেড়াই । যেন মনে হয় বিশ্ব আমার হাতের মুঠোয় । আমার দুই ছেলে তা-সীন+তা-মীম ==================== আমি আসলে লেখিকা নই, হতেও চাই না আমি জানি আমার লেখাগুলোও তেমন মানসম্মত না তবুও লিখে যাই শুধু সবার সাথে থাকার জন্য । আর আমার ভিতরে এত শব্দের ভান্ডারও নেই সহজ সরল ভাষায় দৈনন্দিন ঘটনা বা নিজের অনুভূতি অথবা কল্পনার জাল বুনে লিখে ফেলি যা তা । যা হয়ে যায় অকবিতা । তবুও আপনাদের ভাল লাগলে আমার কাছে এটা অনেক বড় পাওয়া । আমি মানুষ ভালবাসি । মানুষকে দেখে যাই । তাদের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করি । সব কিছুতেই সুন্দর খুঁজি । ভয়ংকরে সুন্দর খুঁজি । পেয়েও যাই । আমি বৃষ্টি ভালবাসি.........প্রকৃতি ভালবাসি, গান শুনতে ভালবাসি........ ছবি তুলতে ভালবাসি........ ক্যামেরা অলটাইম সাথেই থাকে । ক্লিকাই ক্লিকাই ক্লিকাইয়া যাই যা দেখি বা যা সুন্দর লাগে আমার চোখে । কবিতা শুনতে দারুন লাগে........নদীর পাড়, সমুদ্রের ঢেউ (যদিও সমুদ্র দেখিনি), সবুজ..........প্রকৃতি, আমাকে অনেক টানে,,,,,,,,,আমি সব কিছুতেই সুন্দর খুজি.........পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করি, ভালবাসি । লিখি........লিখতেই থাকি লিখতেই থাকি কিন্তু কোন আগামাথা নাই..........সহজ শব্দে সব এলোমেলো লেখা..........আমি আউলা ঝাউলা আমার লেখাও আউলা ঝাউলা ...................... ======================== এটা হলো ফেইসবুকের কথা........ ========================== কেউ এড বা চ্যাট করার সময় ইনফো দেখে নিবেন এবং কথা বলবেন...........আর আইস্যাই খালাম্মা বলে ডাকবেন না । পোলার মা হইছি বইল্যা খালাম্মা নট এলাউড......... ================ এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ======================= কিছু মুহূর্ত একটু ভালোবাসার স্পর্শ চিত্তে পিয়াসা জাগায় বারবার এই নিদারুণ হর্ষ ....... ছB ========================= এই হলাম আমি........ =================
সর্বমোট পোস্ট: ৬৩৯ টি
সর্বমোট মন্তব্য: ৯০০৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৫ ০৪:৫২:৪০ মিনিটে
banner

১০ টি মন্তব্য

  1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    বিশাল কবিতা ভাল লাগল।
    সুখের অসুখ……..প্রায় গল্প/কবিতার শিরোনামে …..(ডট)ব্যবহার করেন কারণ কি?

  2. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো অনেক অভিনন্দন ।

  3. আরজু মন্তব্যে বলেছেন:

    যান্ত্রিক শহরে কাক ডাকা ভোরে উঠতে হয় না….
    হেঁসেলে ঢুকেই আগুন ধরানোর ঝামেলা হয় না পোহাতে,
    লাকড়ির স্তুপে পড়ে থাকে না ঘর্মাক্ত দেহ
    মাটির চুলায় ফুয়ে ফুয়ে ঝরে না অকারণে অশ্রু;
    ধোঁয়ায় আচ্ছন্ন হেঁসেল; কালিতে মাখামাখি জীবন;

    চমৎকার লাগল মানবিক কবিতাটি।ধন্যবাদ।

  4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    বরাবরের মতই এ কবিতাটিও ভাল লাগল । শুভ কামনা ।

  5. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    “অনেক সুখে রেখেছ প্রভু; হাজার শোকর তোমার দরবারে;
    মনের অসুখ দুর করে দাও; মার্জনা কর মোর হেন অপরাধ।”
    এই শুকরিয়াটুকু ক’জনার থাকে।
    কবির সুন্দর অনুভূতির জন্য ধন্যবাদ জানাই।

  6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    চমৎকার কাব্যতা
    দারুন হলেম মুগ্দ
    লীখনী বেশ ভাল

    শুভ কামনা
    শুভ সকাল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top