Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সুপার মুন ২০১৫

লিখেছেন: মরুভূমির জলদস্যু | তারিখ: ২৬/০৯/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1795বার পড়া হয়েছে।

আমরা সকলেই জানি চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার। আর চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় চাঁদ কখনো পৃথিবীর কাছে আসে আবার কখনো পৃথিবী থেকে কিছুটা দূরে সরে যায়।

পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার প্রায়। চাঁদ যখন পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে থাকে তখন তার দূরত্ব হয় ৪,০৬,৩০০ কিলোমিটার প্রায়। অন্যদিকে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে বেশি কাছে আসে তখন তার দূরত্ব হয় ৩,৫৬,০০০ কিলোমিটার প্রায়।

এইভাবে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে এবং সেই একই সময়ে যদি পূর্ণিমা হয় তখন স্বাভাবিক সময়ের পূর্ণিমার চাঁদের চেয়ে তখন বেশ খানিকটা বড় আর উজ্জ্বল দেখায়। এসময় চাঁদকে স্বাভাবিকের তুলনায় মোটামুটি ১৬% পর্যন্ত বড় আর ৩০% পর্যন্ত বেশি উজ্জ্বল দেখা যেতে পারে।

যেমন ২৮/০৯/২০১৫ তারিখ রাতের পূর্ণিমার চাঁদ পৃথিবীর অনেকটাই কাছে চলে আসবে। তখন চাঁদ আর পৃথিবীর মাঝে দূরত্ব থাকবে মাত্র ৩,৫৬,৮৭৭ কিলোমিটার প্রায়। ফলে সেদিনের চাঁদ হবে অন্য যে কোনো স্বাভাবিক পূর্ণিমার চাঁদের চেয়ে খানিকটা বেশি

উজ্জ্বল আর বড়। এই বড় আর সু-উজ্জ্বল চাঁদকেই বলা হয় “সুপার মুন”। যদিও আমি বলছি পূর্ণিমার সময়ের কাছে আসা চাঁদকেই সুপার মুন বলা হয়, আসলে কিন্তু তা না। অমাবস্যার সময়ও চাঁদ পৃথিবীর কাছে এলে তাকেও সুপার মুন বলে। যেহেতু অমাবস্যায় চাঁদকে দেখা যায় না তাই আমরা সেটা নিয়ে মাতামতী করি না।

তাহলে উপরের আলোচনা থেকে এটা বুঝা গেল যে চাঁদ তার কক্ষপথে আবর্তন কালে অমাবস্যা বা পূর্ণিমার সময় পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এলেই তাকে “সুপার মুন” বলে।
এখানে বলে রাখা ভাল ১৯৭৯ সালে এ্যাস্ট্রোলজার রিচার্ড নোলি সর্ব প্রথম এই সুপার মুন নামটির কথা বলেন।

২৮/০৯/২০১৫ তারিখ রাতের সুপার মুন কিন্তু আরও একটি কারণে বিশেষত্বের দাবী রাখে। কারণ এদিন সুপার মনের সাথে সাথে চন্দ্রগ্রহণও হবে। এটা খুবই বিরল ঘটনা। সর্ব শেষ এমন সুপার মুন গ্রহণ হয়েছিলো ১৯৮২ সালে আর আগামী এমনটা আবার ঘটবে ২০৩৩ সালে। তবে দুঃখজনক হলেও সত্যি বাংলাদেশ থেকে এই দুর্লভ সুপার মুন গ্রহণ দেখা যাবে না।

২৮/০৯/২০১৫ তারিখ রাতের সুপার মুন দেখা ও তার ছবি তোলার সামান্য চেষ্টা করার ইচ্ছে আছে। আশা করি আপনারও যারযার অবস্থানে থেকে দেখবেন এই সুপার মুন। ২৮ তারিখে যদি মিস করে ফেলেন তাহলে পরবর্তী সুপার মুনের জন্য অপেক্ষা করতে হবে ২০১৬ সালের ১৪ই নভেম্বর পর্যন্ত। সেদিন চাঁদ আর পৃথিবীর দূরত্ব থাকবে ৩,৫৬,৫০৯ কিলোমিটার। আর এর পরে চাঁদ পৃথিবীর সবচাইতে কাছে আসবে ২০৩৪ সালের ২৫ নভেম্বর তারিখে। সেদিন পৃথিবী আর চাঁদের দূরত্ব থাকবে ৩,৫৬,৪৪৮ কিলোমিটার। সুপার মুনের তালিকায় ১৯৩০ সালের জানুয়ারির ১৪ তারিখে পৃথিবী আর চাঁদের দূরত্ব ছিল ৩,৫৬,৩৯৭ কিলোমিটার। এর চেয়ে কাছের আর কোন সুপার মুনের খবর আমার জানা নেই, তবে এটা জানি যে আগামী ২২৫৭ সালের জানুয়ারির মাসের ১ তারিখে পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর সবচাইতে কাছে চলে আসবে। তখন দুজনের দূরত্ব থাকবে ৩,৫৬,৩৭১ কিলোমিটার। আফসুস মৌতের জালায় সেই সুপার মুনটা দেখতে পারবো না। তবে যদি বেঁচেবর্তে থাকি তাহলে ২০৩৪ সালের সুপার মুনটা দেখতে পাওয়ার সুযোগ আছে।

সব শেষে বলি বাংলাদেশ থেকে সুপার মন বা সুপার মুন গ্রহণ কোনটাই নির্দিষ্ট সময়ে দেখা সম্ভব হবে না। কারণ চাঁদের সময়ানুযায়ী ২৮শে সেপ্টেম্বর সকাল ৮.৫০ এ সুপার মুন সংগঠিত হবে, ফলে চন্দ্রগ্রহণও সেই সময়ই সংগঠিত হবে। যেহেতু সবটাই হচ্ছে আমাদের স্থানীয় সময় দিনের বেলা সেহেতু আমরা দুটির একটিও দেখতে পাচ্ছি না।

তবে নিরাশ হবের কিছু নেই সুপার মুন গ্রহণ দেখতে না পারলেও মূল সময়ের আগের রাতে অর্থাৎ ২৭শে সেপ্টেম্বর রাতে এবং ২৮শে সেপ্টেম্বর রাতেও আকাশে চাঁদকে অন্যান্য দিনের তুলনায় অপেক্ষাকৃত উজ্জ্বল দেখাবে।

সূত্র :
http://earthsky.org/space/what-is-a-supermoon
http://www.vercalendario.info/en/when/next-super-moon.html
http://www.space.com/26782-is-sunday-s-supermoon-full-moon-really-that-super.html
https://en.wikipedia.org/wiki/Supermoon
ছবি : নেট থেকে সংগ্রহিত

১,৭৬৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের মরুভূমির জলদস্যুর নিমন্ত্রণ।
সর্বমোট পোস্ট: ৯৭ টি
সর্বমোট মন্তব্য: ২৯৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-৩০ ১৫:৫৮:৫৮ মিনিটে
Visit মরুভূমির জলদস্যু Website.
banner

২ টি মন্তব্য

  1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    বিষয়টি নিয়ে আলোচনা করাতে আমরা অনেকেই এ বিষয়ে অবগত হলাম । শুভ কামনা । ভাল থাকুন ।

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top