Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সৃষ্টিকর্তার দান ও রাষ্ট্রীয় কু’নজর ।

লিখেছেন: নিঃশব্দ নাগরিক | তারিখ: ১২/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1191বার পড়া হয়েছে।

আমার এক জীবনের সফলতা বলতে বাপদাদার দেওয়া জানকে সৃষ্টিকর্তার সহায়তায় এখন পর্যন্ত নিরখরচায় টিকিয়ে রাখা । অবশ্য নিরখরচায় শব্দটায় কিছুমাত্র আপওি থাকা একেবারে অবান্তর নয় । কেননা প্রেসক্রিপশান আর ডাক্তারের কাছে আমাকে বারকয়েকই যেতে হয়েছে । সেখানে খরচও মাশাল্লাহ কম হয়নি । সে প্রসঙ্গ থাক । বলছিলাম ব্যক্তিজীবনের একমাত্র সফলতার কথা । জান টিকিয়ে রাখার কথা । এই সফলতার জন্য আমি বরাবরই সৃষ্টিকর্তার উপর বিশেষ অনুরক্ত । কিন্তু আজকাল একটু আশংকায় আছি । স্রষ্ট্রার কৃপার বোধহয় সমাপ্তি হলো বলে । স্বাধীনতাওোর গনতান্ত্রিক রাষ্ট্রে যে জানকে বড় মায়ায় টিকিয়ে রেখেছি তার বুঝি আর কোন পথ রইল না । অবশ্য এতকাল নিরখরচায় জানকে আগলে রেখেছি এই ঢের । পুলিশ আর কালো মামাদের আদর চুম্বন যে এখনো বুকে ঠেকেনি, জ্যান্ত দেহকে যে এখনো গাড়ীচাপা দিয়ে সড়ক দূর্ঘটনা বলে চালানো হয়নি, বোমা আর পেট্রোলের আগুনে যে এখনো দগ্ধ হয়নি এই বড় কৃপা । রাষ্ট্রের বড় দাক্ষিন্য ।

কিছুদিন আগে অফিস থেকে ফোন দিয়ে ঢাকায় কোথায় থাকি তার ঠিকানা সমেত লিখে নিয়েছে । উদ্দেশ্যে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহনে সহায়তা করা । ঐ ভয়ংকর ফোনের পর আমি সকল আশা ছেড়ে দিয়েছি । এ জীবনে আমার আর কোন সম্ভাবনা থাকলো না । বাপদাদার দান নিরপরাধ জানের উপর রাষ্ট্রের এমন কু’নজর পড়বে তা কস্মিনকালেও চিন্তা করি নাই । ভোট, ভোটকেন্দ্র গোলাগুলি মারামারি তার মধ্যে নিরপরাধ জানকে বিলিয়ে দেওয়ার মধ্যে কি সার্থকতা আছে । রাষ্ট্রেরই বা কি আবশ্যকতা আছে এমন নিরপরাধ জানের প্রতি কু’নজর দেওয়ার । ভোট, জনগন ছাড়াই যদি রাষ্ট্র চালানো যায় তবে রাষ্ট্রের ক্ষুদ্র এই ভূখন্ডের কি এমন অভিশাপ হলো যে তাকে সোনা রূপার পানি দিয়ে ধৌত করতে হবে । আর এই ক্ষুদ্র ভূখন্ডের পাপ অপাপ যদি এতই বেড়ে যায় যে সোনা রূপার পানি বিনে এই ভূখন্ড কিছুতেই শুদ্ধ হবে না তবে পাঁচ’ ই জানুয়ারীর উদাহরনতো ছিলই । বিনা নির্বাচনেই তিনখানা মেয়র পয়দা দিলেই হতো । তাতে আমার মতো মানুষের জানখানার একখানা দফারফা যেমন হতো, তেমনি রাষ্ট্রও নির্বাচিত হম্বিতম্বি মেয়র পেতো । অযথা রাষ্ট্রের ব্যয় বৃদ্ধি আর মনুষ্য জানের উপর কু’নজর না দিলেই হতো । এ জীবনে আমাদের মতো মানুষের সফলতা নেই বললেই চলে । তাই বলে অমন ব্যর্থতা উপহার না দিলে কি এমন ক্ষতি হতো রাষ্ট্র বিধাতার । সৃষ্টিকর্তার কাছে মুখ দেখানোর পথও বুঝি রইল না ।

………….নিঃশব্দ নাগরিক ।

১,১৭০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
an impossible one with the maximum possibility to be a possible one.
সর্বমোট পোস্ট: ১২৬ টি
সর্বমোট মন্তব্য: ৩১৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-৩১ ১৭:৪৬:৩৭ মিনিটে
banner

৫ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    লেখা ভাল লাগল। শুভেচ্ছা

  2. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    রাষ্ট্রের প্রতি ক্ষোভ, অভিমান আর ভালোবাসার সংমিশ্রণে খুব সুন্দর লিখা ।
    ভালো লাগা রেখে গেলাম ।

  3. নিঃশব্দ নাগরিক মন্তব্যে বলেছেন:

    আপনাকেও শুভকামনা ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top