সেই সে পথে____
এই লেখাটি ইতিমধ্যে 1016বার পড়া হয়েছে।
সেই সে পথ______
নরকের অনাহূত দূত যে পথে হেসে হেসে তোমাদের দেখিয়েছিল ঈশ্বরের গৃহে অগ্নি সংযোগের অলৌকিক দৃশ্য !
এই পথে জমানো অন্ধকার,সাপের বন্যা, নগ্ন বিবেক।
সেদিন এই পথের শেষ প্রান্তে বেয়োনেট বৃষ্টিতে অভিশাপ গ্রস্থ সূর্যটার ছায়াবন্দী হয়েছিল ওরা ক’জন !
অতঃপর পৃথিবীর অসামপ্ত আর্তনাদ বুকে নিয়ে এ পথের সদর দরজায় দ্বার রক্ষকের দায়িত্ব নিলাম।
এ পথে অবিশ্বাসী চাঁদের ছায়া নেই,ধূলো নেই, ডানাভাঙ্গা পাখিদের আর্তনাদ ও নেই বটে।
স্রোতস্বিনী শঙ্খ ,আমার মুঠোবন্দী অনিয়ত
অসুখী বাতাস!
মুঠোবন্দী বাতাস আটকে রেখেছি।
তীব্র আশাবাদী কোন পথিকের দেখা মেললেই আমার স্বপ্নবিলাসী ইচ্ছেদের উড়িয়ে দেবো !
পৃথিবী মূলত আশাবাদীদের ।
আমি আশার গান শোনাতে পারিনা ,
তাই বন্দীশালায় এঁটেছি নগ্ন বিবেকের
জান্তব উল্লাসের !
আশাবাদী কোন স্বপ্নবাজ পথিক নিশ্চয়ই এ পথে আসবে ,
ঈশ্বরের গৃহে অগ্নি সংযোগের হেতু জানতে।
পৃথিবীর বুকে ইশ্বর সদা রক্ত পিপাসুদের
সুস্থতার দাওয়া খোঁজে …
আকাশ কুসুম স্বপ্ন নিয়ে আমি ঠাই দাঁড়িয়ে।
আবার এ পথে জোছনার ছায়া পড়বে। কিংবা ধূলোমাখা বিকেলে লালচে সন্ধ্যায়
আসর বসবে মানুষের ভালোবাসার !
৯৮৯ বার পড়া হয়েছে
পৃথিবীর বুকে ইশ্বর সদা রক্ত পিপাসুদের
সুস্থতার দাওয়া খোঁজে …
মূল কথা হল ভাই পানি সব সময় নীচু জায়গায় জমে,
এটাই নিয়ম।
এত সুন্দর লেখা বিবিধতে কেন। অনেক ভাল লাগল।
ভালো লাগা জানিয় গেলাম
বেশ ভালো
শুভ কামনা থাকলো