সেরা প্রদায়ক
ফেব্রুয়ারি ২১, ২০১৬ থেকে আগস্ট ২০, ২০১৬ পর্যন্ত এই ছয় মাসে যারা সব মিলিয়ে ১২,০০০ (বারো হাজার) পয়েন্টের বেশি পাবেন তারা সবাই ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট পাবেন। এছাড়া প্রথম ২০ জন সবাই তাদের অর্জিত পয়েন্টের ১০% সম্মানী হিসেবে পাবেন, সাথে থাকবে ক্রেস্ট!
পয়েন্ট পাবার নিয়মগুলো হচ্ছে-
এক / চলন্তিকাতে বেশি বেশি সময় দিন। নেটে আসলে একবার হলেও চলন্তিকাতে আসুন। কারন টানা ১৮০ মিনিট ব্লগে থাকলে কিংবা ১৮০ মিনিটের মাঝে আবার ফিরে আসলে ১ পয়েন্ট।
দুই/ প্রতি সপ্তাহে ১০০+ মন্তব্যকারী প্রতেকেই প্রতি শুক্রবার পাবেন ৪০ বোনাস পয়েন্ট।
তিন / প্রতি মাসে ৫০০+ মন্তব্যকারী প্রতেকেই পাবেন ১০০ বোনাস পয়েন্ট।
চার/ বেশি বেশি পোস্ট করুন কারন প্রতি পোষ্টের জন্য ১০ পয়েন্ট পাবেন।
পাঁচ / প্রতি শনি-সোম-বুধ এ চলন্তিকা উদ্যোগের ফেসবুক পেজে (https://www.facebook.com/cholontika/) একটি পোস্ট করা হবে। এটি যারা যারা নিজ নিজ ওয়ালে শেয়ার করবেন তারা সবাই ৪০ পয়েন্ট করে পাবেন। এভাবে কোন প্রদায়ক সহজেই প্রতি সপ্তাহে ১২০ পয়েন্ট, প্রতি মাসে প্রায় ৫০০ পয়েন্ট আর ছয় মাসে ৩,০০০ পয়েন্ট পেতে পারেন সহজেই!
ছয় / মাসের ২৫ তারিখের মাঝে কমপক্ষে ২০টি পোস্ট করে ০১৯৭১৪৪৫৫৬৯ এ এসএমএস করে জানিয়ে দিলে ১০০ পয়েন্ট বোনাস পাবেন।
সাত/ প্রতি শুক্রবার বিগত ৭ দিনের ১০০ বারের অধিক প্রদর্শিত ২০টি লেখার লেখককে লেখা প্রতি ৫ পয়েন্ট বোনাস দেওয়া হবে। তাই ফেসবুকে আপনার ওয়ালে কিংবা কোন গ্রুপে কিংবা ইমেইল এ আপনার লেখা প্রচার করতে পারেন। তাতে লেখা বেশি বেশি প্রদর্শিত হতে পারে। আর এভাবেই আপনার পয়েন্ট বাড়িয়ে নিতে পারেন।
আট/ বেশি বেশি মন্তব্য করুন কারন প্রতি মন্তব্যের জন্য ১ পয়েন্ট পাবেন।
নয় / চলন্তিকা উদ্যোগের অনলাইন শপিং থেকে যদি কেউ কোন পণ্য কেনেন তবে ক্রয়কৃত মূল্যের ১০% পয়েন্ট বোনাস হিসেবে পাবেন।
এছাড়া,
এপ্রিল’১৬ শেষে ৪,৫০০ পয়েন্টের বেশি প্রাপ্ত প্রত্যেকে পাবেন চলন্তিকা উদ্যোগের পক্ষ থেকে গিফট!
জুন’১৬ শেষে ৮,০০০ পয়েন্টের বেশি প্রাপ্ত প্রত্যেকে পাবেন চলন্তিকা উদ্যোগের পক্ষ থেকে গিফট!
গিফট তাদের বাসায় কুরিয়ার করে পৌঁছে দেওয়া হবে।
২০১৫ সালে বিভিন্ন সমস্যার কারনে অনেকেই শেষ পর্যন্ত আমরা কিংবা আপনারা নিয়মিত থাকতে পারেননি, আমরা সে জন্য দুঃখিত। তবে ২০১৫ এর চলন্তিকা ব্লগের বেশ কয়েকজন প্রদায়ককে সম্মাননা দেওয়া হবে- এরা হচ্ছেন এই মেঘ এই রোদ্দুর, সবুজ আহমেদ কক্স, দীপঙ্কর বেরা, সহিদুল ইসলাম, অনিরুদ্ধ বুলবুল, হাসান ইমতি, খন্দকার মোঃ আকতার-উজ-জামান সুমন, টি. আই. সরকার (তৌহিদ), মাজেদ হোসেইন, আমির ইশতিয়াক, এস এম আব্দুর রহমান, এম, এ, কাশেম, জসীম উদ্দীন মুহম্মদ, সুমন সাহা, দ্বীপ সরকার, শওকত আলী বেনু, আর এন মিলি, হরিশঙ্কর রায়, সোহেল আহমেদ পরান, সাঈদ চৌধুরী, সুমাইয়া বরকতউল্লাহ্, জসিম উদ্দিন জয়, ঘাস ফড়িং, গোলাম মাওলা আকাশ, আরজু মূন জারিন, মরুভূমির জলদস্যু, আহমেদ রব্বানী, মিলন বনিক, জাফর পাঠান। এই বছরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা দেওয়া হবে।
আমাদের প্রদায়ক (কন্ট্রিবিউটর) রা আমাদের চলন্তিকা উদ্যোগ কে প্রসারে সাহায্য করছেন। আর তার রিটার্ন হিসেবে আমরা প্রদায়কদের এই সম্মাননা দিতে যাচ্ছি।
আমরা এপ্রিল’১৬ থেকে ম্যাগাজিন বের করতে যাচ্ছি। ইনশাল্লাহ সেখানে প্রতি সংখ্যাতে ১০০ জনের মানসম্পন্ন লেখা থাকবে। ভালো লেখক / কবিদের লেখা প্রকাশ করে তাদের সম্মানিত করতে যাচ্ছি।
তো দেরি কেন আজই চলন্তিকা ব্লগে একাউন্ট করে লেখালেখি শুরু করুন আর সবাই জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট, সম্মানী ও ক্রেস্ট!
সম্পাদক সাহেব ,
সেরা লেখা ও সেরা লেখকের কি সম্মাননা হবেনা ?
Thik kotha, vaba dorkar
এই বিষয় নিয়েও আমরা পদক্ষেপ নিব।
সুন্দর উদ্যেগ। শুভকামনা।
এ ধরনের দীর্ঘ মেয়াদী উদ্যোগ আগে অনেক নেয়া হয়েছে। কোনটাই বাস্তবায়ন হয়নি। আর কিছু দিন পর পয়েন্ট পদ্ধতি ও পুরষ্কার ঘোষণায় পরিবর্তন শুভ লক্ষণ নয়। এই ধরনের পরিবর্তন লেখকদের মাঝে হতাশার জন্ম দেয়। মনে রাখবেন অঙ্গীকার করার চেয়ে বাস্তবায়ন করা অনেক কঠিন। এমন কোন সিদ্ধান্ত নিবেন না যা বাস্তবায়ন করা সম্ভব নয়।
জানুয়ারী’১৪ মাসের সেরা প্রদায়ক
১। আমির হোসেন (৩৫১১), ২। আরজু মূন (৩০০২) ৩। এই মেঘ এই রোদ্দুর (২৩৫৫)
বিজয়ীদের অভিনন্দন জানাই। আপনাদের ১৫ তারিখের মধ্যে সম্পাদক বরাবর মোবাইল নাম্বার মেইল করার জন্য অনুরোধ রইল।
আমার এই পুরষ্কারটি এখনও পেলাম না।
বুঝতে পারছি না পেয়েছি কিনা তাও জানি না । তবে গত মাসের টা বোধয় পেয়েছি। মোবাইল ফ্লেক্সি পেয়েছি ৯০ টাকা কিন্তু কোথা হতে আসছে জানি না । 🙁
এই পুরুস্কার এই মাসের পুরুস্কারের সাথে দেওয়া হবে।
আশার বাণী শুনলাম। অপেক্ষায় আছি। চলন্তিকার সাথে ছিলাম, আছি, থাকব।
এত পুরষ্কার সম্মাননা আদৌ কি কার্যকর হবে? বুঝতে পারছি না
তবে পুরষ্কার দেয়া নেয়া ব্যপার না এখানে পোষ্ট করি সবার মন্তব্য পাই দেই । আড্ডাটাও ভালই করে যাই এখানে । এজন্যই বুঝি চলন্তিকাতেই বেশী আসা হয় ব্লগগুলোর মধ্যে ।
ধন্যবাদ আশাকরি সবগুলো বাস্তবায়ন করা হবে।
আমাদের সকল পুরুস্কার দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যারা দেশের বাইরে কিনবা ভারতের নাগরিক তাদের দিতে পারিনি আমাদের সীমাবদ্ধতার জন্য।
দারুণ খবর।ধন্যবাদ।।
আমাদের দুঃসময় এর সময় যারা আমাদের ব্লগে থেকে প্রানবন্ত রেখেছেন (ফেব্রুয়ারী’১৪ – মে’১৪) আমরা তাদের কখনও ভুলব না ইনশাল্লাহ। তাদের লেখা আমরা ছড়িয়ে দিব। ইনশাল্লাহ তারা একদিন গর্ব করতে পারবেন।
ইনশাল্লাহ পাশে থাকব ভাইয়া । তবে আমার একটা অনুরোধ মাঝে মাঝে আমার লেখাগুলো মানসম্মত কিনা বা ভুল ত্রুটি একটু দেখিয়ে দিবে বোন হিসাবে এটা আশা করছি। সবাইতো শুধু ভাল লাগল বলে । কিন্তু ভুল নাধরালে শিখব কেমন করে।
পুরস্কার এর সাথে সাথে ব্লগের গতি বাড়াতে হবে। কারও লেখা প্রকাশিত হলে ব্লগার নিজে অনলাইনে থাকতে হবে। কোন সহব্লগার কারও লেখায় মন্তব্য করলে সাথে সাথে প্রতি মন্তব্য করলে ব্লগ আরও জমবে।ব্লগ আরও মজার হবে হবে প্রানবন্ত। সকল আয়োজনের জন্য সম্পাদক্কে ধন্যবাদ।
ভাল ভাবনা চলুক এগিয়ে
শুভ কামনায় ……………………………….
উদ্দ্যেগটি ভালো…তবে নিয়মের বেড়াজালটা বেশী…নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যেতে পারলে ভালো…
উদ্দ্যেগটি ভালো…শুভ কামনা
শুভকামা রইল।সাথে আছি।।
সব ঠিক আছে,তবে একটি ব্যাপারে আমার দ্বিমত আছে-তা হল, আমি বিশটি লেখা পোস্ট করে তা কেন জানাতে হবে? আর সপ্তাহে তিনটি লেখা পোস্ট করার পরেও তা জানাতে হবে কেন? এমনিতেই এই পয়েন্টস দিলে সমস্যা কোথায়? এটাকে কিছুটা ভিন্নরকম মনে হচ্ছে আমার কাছে। আশা করি কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত দিবেন।।
প্রিয় রব্বানী ভাই, প্রতিদিন অনেকেই লিখেন। আমাদের ৪০০ এর উপরে সদস্য আছেন যার মাঝে ১২০-১৫০ জন প্রতি মাসেই লিখেন। আর তাই তাদের প্রত্যেকের থেকে চেক করা আমাদের পক্ষে সম্ভব না। আর সে কারনেই বলা হয়েছে যে তারা নিজেরাই আমাদের জানিয়ে দিবেন। সপ্তাহে তিনটি লেখা শুধু লিখলেই হবে না সেটা তার নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করতে হবে। এখন যদি সে নিজে থেকে না বলে তাহলে আমরা কিভাবে বুঝব যে সে শেয়ার করেছে? তাই আমরা সে কথা বলেছি। আশা রাখি আপনার মনে কোন দ্বিধা থাকবে না।
প্রথম পাতায় কি একটির বেশি লেখা থাকতে পারে একজনের?
লেখা প্রদর্শিত ব্যাপারে আবার চেঞ্জ হলো । ২০০ বার তো অনেক হয়ে গেল ।
নিজের পোষ্টের মন্তব্যের প্রতিউত্তরে কি পয়েন্ট বাতিল করা হয়েছে।
প্লিজ একটু জানাবেন……..
শুক্রবারের পয়েন্ট আপডেট হয় নাই
এই মাসে পয়েন্ট পেতে অনেক কষ্ট হয়েছে ব্লগের যে অবস্থা চার
হাজার পয়েন্ট পাওয়া মুসকিল ই নেহি না মুনকিন।
সব কিছু হতে পয়েন্ট উঠিয়ে নেয়া এউলি বিপত্তি ঘটল।
মাননীয়
সম্পাদক
সেরা প্রদায়ক টিপস-২ এ বলা আছে __
প্রতি সপ্তাহে ১০০+ মন্তব্যকারী প্রতেকেই প্রতি শুক্রবার পাবেন ১০০ বোনাস পয়েন্ট।
এই সাতদিন কি বার থেকে কি বার ? কারণ আমার আজকের মন্তব্য তো এই সপ্তাহের মধ্যে কাউন্ট হচ্ছে না
বিনয়াবনত
মোহাম্মদ সহিদুল ইসলাম
শনিবার থেকে বৃহস্পতিবার
আপু , শনিবার থেকে বৃহস্পতিবার তো ছয় দিন হলো ,সপ্তাহ তো হলো না , শুক্রবার গেল কই?
সম্পাদক সাহেবই জানেন
চলন্তিকা সম্পর্কে বিস্তারিত জেনে ভালো লাগলো
সেরা প্রদায়ক সংক্রান্ত নিয়মাবলী আবার খুটিয়ে পড়লাম, কিন্তু একটি বিষয় দেখে হতাশ হলাম তা হল এই নিয়মে শুধু সাইটের Popularity ও Expansion এর দিকটিই মাথায় রাখা হয়েছে, লেখার মানগত বিচারিক বিষয় উপেক্ষিত হয়েছে । আমি সবসময় ভালো লেখা ও ভালো লেখককে সামনে এগিয়ে নিয়ে আসার ব্যাপারটি সমর্থন করি, যদি এভাবে সেরা প্রদায়ক নির্ধারণ করা হয় তবে দেখা যেতে পারে এই Mechanistic Architecture এর উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করে এমন কেউ একজন সেরা প্রদায়ক হয়ে গেল যার লেখা এখনো Raw, অথচ সে চলন্তিকার সেরা প্রদায়ক বা সেরা লেখক হয়ে বসে আছে, তাহলে চলন্তিকা সম্পর্কে মানুষের ধারণা কি হবে ?
হুম সহমত
ভালো উদ্যোগ
এত কঠিন নিয়ম-কানুনের বেড়াজাল!!! সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে,,,বারবার নিয়মগুলো পড়েও ঠিক মাথায় ঢুকাতে পারছি না। আর বাস্তবায়নের ব্যাপারেও যথেষ্ট সন্দিহান। আর লেখার গুণগত মানের দিক বিবেচনা করা অবশ্য কর্তব্য বলে মনে হয়। সম্পাদক মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি,,,
পয়েন্ট আপডেট হয়নি…….. 🙁
দুইবার সেরা প্রদায়ক হয়েও কোন পুরস্কার পাইনি
কথা ছিল ঠিকানায় পৌছে যাবে ……. বই/ম্যাগাজিন
কিন্তু কিচুই তো পাওয়া হলো না 🙁
বেশ কথা
ভাল কথা
নম্বর বাড়ানোর কত উপায় ? ফেসবুকে জানাও কিংবা মেল করো । ৩০০ না ৫০০ কত কমেন্ট হল হিসেব রাখো ।
শুধু কবিতা গল্প লিখে পড়ে মতামতের সাথে আরো কত কি ? তাই কত জনের কত পয়েন্ট ।
খুব ভাল । খুব ভাল ।
Emily the Strange: Piece of Mind free downloads
About the AuthorRob Reger has grown Emily the Strange from an image on a few skateboards and T-shirts to an international fashion brand and publishing phenomenon
একজন পাঁচ দিনে ২১৭ মন্তব্য দিল । বাপরে কত বিষয় পড়ে ফেলল । ভালই পয়েণ্ট তো বাড়ছে ।
আর আপডেট হচ্ছে না কেন ?