Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

স্বপ্ন প্রতারক

লিখেছেন: এম এ সবুর | তারিখ: ০৪/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1382বার পড়া হয়েছে।

কষ্ট যাতনায় বিনিদ্র অাঁখি,
দুঃখের বর্ষণে সিক্ত অাজ।
ললাটে অংকিত প্রেম চিহ্ন-
ভাগ্যের পদধূলিতে অস্পষ্ট প্রায়।
হতাশার সায়রে ভাসমান অামি
সকাল-দুপুর-সন্ধ্যা-রাত।

ক্ষীণ স্পর্শের অাকুলতায় এসেছিেল,
বুকের উর্বর ভুমিতে ফলাতে
হাইব্রীড বেদনার অগণিত বীজ।
ফাগুনের বনে অাগুন দিয়ে-
ভালোবাসার ছোবলে নিলে কেড়ে,
শৈশব-কৈশর- তারুণ্য-যৌবন।

স্তব্ধ নিরবতায় অামি অাজ,
কম্পিত হৃদয় বীনার সুর-
তালহীন লয়হীন বাঁজে অবিরত।
প্রতারক স্বপ্নের উল্লাস দেখে-
ঘোমটা টেনে বিদায় নিয়েছে
সুখ-শান্তি-হাসি-অানন্দ।

১,৩৪৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৬ টি
সর্বমোট মন্তব্য: ২৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১৭ ০২:৫৯:০৯ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    কবিতা হয়েছে অনিন্দ্য।
    তবে সবুর ভাই
    বানানগুলি একটু ঠিক করে নিবেন__
    বিনীদ্র >বিনিদ্র
    আখি>আঁখি
    পদধুলীতে>পদধূলিতে
    ক্ষীন > ক্ষীণ

    সবুর ভাই, ভাল থাকবেন কিন্তু।

  2. Crown. মন্তব্যে বলেছেন:

    সুন্দর কবিতা হয়েছে ভাল লাগল পড়ে !

  3. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    সুন্দর হয়েছে। কবিতাটির অর্থবিন্যাস চমৎকার ।

  4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    বেশ বেশ
    ভাল হয়েছে

  5. এম এ সবুর মন্তব্যে বলেছেন:

    অনেক শ্রদ্বা জ্ঞাপন করলাম শ্রদ্বেয় সবাইকে মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য,।বিশেষ করে শহিদুল ভাইকে তার বানানের নির্দেশনা করার জন্য।

  6. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    স্বপ্নের কাছে অপূর্ণতার বেদনাই প্রত্যাশা করেছি আর নারীর কাছে ছলনা …

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top