‘স্মৃতির’ জন্য যতো কথা….
এই লেখাটি ইতিমধ্যে 1289বার পড়া হয়েছে।
ক’টা বছর হলো যেন কয়েকটা দিন ,
তিন’যুগ মনে হয় -এইতো সেদিন !
অর্ধসহস্র কিলো. দুর থেকে-
তোমাতে আমাতে যেদিন-
‘কলমের’ খোচায় হলো দেখা -দেখি ,
বলতো কি ভেবেছিলে ?
প্রথম ধরলো কলি- বসন্তের উদ্যানে ফুটলে যেদিন বনে ,
তুমি আমায় লিখলে একটি ‘ কবিতা ‘ I
ছোটভাই’র কাছে চুপি চুপি বলে –
রঙ্গিণ খামের ভিতর সাদা-সিধে লেখা !
সাথে একটি ‘ছবি’ –
বলতো কি ভেবে দিলে ?
নিতান্ত অনিচ্ছায় সব কথাগুলো গেঁথে রাখতে পারিনি বলে-
কিভাবে ‘ভুল’হয়ে ‘ভুল’ করাটাই ‘ভুল’ হয়েছিল সেদিন !!
আজ শুধু ভাবছি , আর খুজছি শুধু তোমাকেই ,
‘ভুল’ হয়েছিল বলেই তোমাকেই খূজছি ,
……… কেবল তোমাকেই !
( তিনযুগ আগের কথা বলছি । এখন যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মাধ্যমে মানূষে মানূষে পরিচয় কিম্বা বন্ধুত্ব হওয়ার একটা উপায় যতো সহজ হয়েছে, স্বাভাবিকভাবেই তখন এত সহজ ছিলনা । তখন একমাত্র ভরসা ছিল পত্রিকা বা ম্যাগাজিনে বিজ্ঞাপন দিয়ে কলম বন্ধু হওয়া । এ ক্ষেত্রে মেয়েদের অবস্থান ছিল গর্তে বাস করা ইদুর ছানার মতো । ছেলে – মেয়েতে বন্ধুত্ব হতে হলে ছোটভাই কিম্বা ‘মেল- জেন্ডার’ পরিচয়ে বন্ধুত্ব হওয়া । এ ক্ষেত্রেও অনেক বিড়ম্বনার শিকার হওয়ার সম্ভাবনা থেকে যেতো । যেমন, ডাকযোগে আসা খাম অন্যের (অনৈতিক পার্সন) হাতে পড়ে গোপণীয়তা ফাঁস হয়ে যাওয়া । পরবর্তীতে বন্ধুত্বে ফাটল বা বন্ধুত্বে ইতি ঘটা । বর্তমান জেনারেশন বলা চলে অনেক ভাগ্যবান । কেননা, তাদের ক্ষেত্রে এরুপ সম্ভাবনা নেই বললেই চলে । কবিতাটির মাধ্যমে নতুন জেনারেশনের কাছে সেই অভিজ্ঞতার একটু ধারণা দেয়ার জন্য পোস্ট দিলাম । )
=============
১,২৫৭ বার পড়া হয়েছে
ক’টা বছর হলো যেন কয়েকটা দিন ,
তিন’যুগ মনে হয় -এইতো সেদিন !
অর্ধসহস্র কিলো. দুর থেকে-
তোমাতে আমাতে যেদিন-
ভাল লেগেছে আপনার কবিতার এ অংশ রুহুল আমীন ভাই।অনেক শুভেচ্ছা জানবেন।ভাল থাকবেন।
কবিতাটি ভাল লাগল । শুভ কামনা । ভাল থাকুন ।
ভাল লাগল
হুম কথা সত্য। লেখা ভাল লাগল
ভালো লেখা। সত্যি সে এক যুগ ছিলো। আমি তাকেই সোনালি যুগ বলবো ।
শুভেচ্ছা নিন
“‘ভুল’ হয়েছিল বলেই তোমাকেই খূজছি ,
……… কেবল তোমাকেই !”-কবিতাটি ভাল লাগল । ভাল থাকুন ।
ভাল লাগলো ।ধন্যবাদ ।
ARJU MOON APU SHAHO MONTOBBOYKARY SHOKOLKE JANANAI ANTORIK MOBAROKBAD . Thanks to all for thair vallueble comments & openion .