নোটিশ
”স্মৃতি ডর”
এই লেখাটি ইতিমধ্যে 1021বার পড়া হয়েছে।
আমি মুখ লুকাই
যেখানে দেখিআলো,
আলেয়া আমাকে ধোঁকা দিয়েছে
তাই বিশ্বাস আমার কালো।
আলো নাকি আলেয়া
করিতে যাই না যাচাই,
আলোকেও আলেয়া ভেবে
এখন আমি পালাই।
তুলা গুঁজে রাখি কানে
শুনি না কোন গান,
কাক নাকি কোকিল
আমার নেই পিছুটান।
কোকিলের কন্ঠ নকল করে
কাক করেছিল ছলনা,
যাচাই–বাছাইয়ের নিকুচি করি
কিছুতে নয় প্রণোদনা।
মনেতে পুরনো ভীতি
যাই না তুলিতে ফুল,
পেঁচিয়েছিল নাগিনী
বিষে ভাঙ্গিলো ভুল।
কাগজের ফুলও শংকা জাগায়
মনেতে জুজুর ভয়,
আসল নাকি নকল ফুল
যাচাইয়ের শক্তি হয়েছে ক্ষয়।
পুরনোভীতিতেকাঁপিথরথর
মনেতেকঠিনজ্বর,
মনের জিহ্বেতে তেতো স্বাদ
মিষ্টি কথাও নিমের সর।
৯৯৯ বার পড়া হয়েছে