Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

|| স্মৃতি-বিস্মৃতি … **||

লিখেছেন: আহমেদ রুহুল আমিন | তারিখ: ১৮/১০/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1224বার পড়া হয়েছে।

banner

#আমার ‘মায়ের’ কস্তাপেড়ে
শাড়িখানি দুলছে যেথায়,
পাটশোলার বেড়া বেয়ে-
কুঁয়োর পাড়ে,
রৌদ্রশালিক টুনটুনিরা-
প্রহরান্তে সোহাগ মাখায়;
বিস্তৃত উঠোন ঘিরে-
সেদ্ধ ধানের গুচ্ছ মিছিল,
‘মায়ের’ চোখে শোকের পিরাণ,
সিক্ত যেথা অঝোর ধারায় |

# মাগো তুমি কোথা আছ ? কোন সূদুরে ?
নীল গহবর- আকাশে তারাদের ভীড়ে ?
শৈশব গেছে কবে ! তোকে হারিয়ে,
ঈশারায় ডাক সদা হাত বাড়িয়ে |
চেতনায় আছ যথা বেদনার ফ্লাশ,
হাতে নিয়ে তৃষ্ণার কাসর গ্লাস |

#একটি দোয়েল শিষ দিয়ে যায়,
ছাতিমগড়ের বন বাদাড়ে;
হাওয়ায় যে তার সুর মেলেছে-
বাঁশবনেরই ঘন আঁধারে ;
চপল মন তাই গানের পাখি,
যতো সবে উঠলো ডাকি-
সুরের সাথে সুর মিলিয়ে
তুললো যে গুঞ্জন;
উতাল সুরের মাতাল পাখি-
মাত করে বাঁশবন,
অশান্ত ওই সুরের মেলায়,
মুক্ত হাওয়া মত্ত খেলায়;
পাখির গানে হারিয়ে গেছে,
কিশোর বেলার স্মৃতি,
আঁধার ঘুমে ভোরের ডাকে-
মা’য়ের মুখ বিস্মৃতি !!
**( জান্নাতবাসী মা’য়ের রুহের মাগফেরাত কামনায় )

১,২১১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
#কায়েতপাড়া, পঞ্চগড় সদর, পঞ্চগড় । #চল্লিশ দশকে অকাল প্রয়াত ছোট মামার কলকাতার সংগ্রহকৃত কিশোর ক্লাসিক " শুকতারা " ম্যাগাজিনে প্রকাশিত রবীন্দ্র সম-সাময়িক ( যেখানে তাঁর লেখা ছবিসহ সরাসরি প্রকাশ হতো) বিভিন্ন ছড়া/কবিতা সত্তর আশির দশকে পাঠে শিশু মনে কল্পনার দোল খেত । সেই থেকে শুরু । লেখা-লিখি টুকটাক । ভাল লাগে কবিগুরু , বিদ্রোহী,সুকান্ত -জীবনানন্দ, সত্তর-আশির দশকের আবুলহাসান, দাউদ হায়দার,খোন্দকার আশরাফসহ অনেক কবির লেখা । সমরেশ মুজুমদার,সব্যসাচি সৈয়দ হক,আনিসুল হক, সদ্যপ্রয়াত হুমায়ুন আহমেদ,ইমদাদুল হক মিলন প্রিয় গল্পকার/লেখকের তালিকায় । # প্রিয় ব্যাক্তিত্ত্ব : হযরত মোহাম্মদ (সা.) । # প্রিয় ব্যক্তি : মা-বাবা । # যা আশ্চয্য করে : পবিত্র কোরআন, বিশ্ব- প্রকৃতি, কম্পিউটার-তথ্য প্রযুক্তি । #দু'সন্তানের জনক ।
সর্বমোট পোস্ট: ৭৯ টি
সর্বমোট মন্তব্য: ১৬২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৫ ১৭:১৮:৩৫ মিনিটে
banner

১ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    মন কেঁদে উঠে।

    আকুতি ভরা মায়ের মমতা মিশানো কবিতা ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top