|| স্মৃতি-বিস্মৃতি … **||
এই লেখাটি ইতিমধ্যে 1224বার পড়া হয়েছে।
banner
#আমার ‘মায়ের’ কস্তাপেড়ে
শাড়িখানি দুলছে যেথায়,
পাটশোলার বেড়া বেয়ে-
কুঁয়োর পাড়ে,
রৌদ্রশালিক টুনটুনিরা-
প্রহরান্তে সোহাগ মাখায়;
বিস্তৃত উঠোন ঘিরে-
সেদ্ধ ধানের গুচ্ছ মিছিল,
‘মায়ের’ চোখে শোকের পিরাণ,
সিক্ত যেথা অঝোর ধারায় |
# মাগো তুমি কোথা আছ ? কোন সূদুরে ?
নীল গহবর- আকাশে তারাদের ভীড়ে ?
শৈশব গেছে কবে ! তোকে হারিয়ে,
ঈশারায় ডাক সদা হাত বাড়িয়ে |
চেতনায় আছ যথা বেদনার ফ্লাশ,
হাতে নিয়ে তৃষ্ণার কাসর গ্লাস |
#একটি দোয়েল শিষ দিয়ে যায়,
ছাতিমগড়ের বন বাদাড়ে;
হাওয়ায় যে তার সুর মেলেছে-
বাঁশবনেরই ঘন আঁধারে ;
চপল মন তাই গানের পাখি,
যতো সবে উঠলো ডাকি-
সুরের সাথে সুর মিলিয়ে
তুললো যে গুঞ্জন;
উতাল সুরের মাতাল পাখি-
মাত করে বাঁশবন,
অশান্ত ওই সুরের মেলায়,
মুক্ত হাওয়া মত্ত খেলায়;
পাখির গানে হারিয়ে গেছে,
কিশোর বেলার স্মৃতি,
আঁধার ঘুমে ভোরের ডাকে-
মা’য়ের মুখ বিস্মৃতি !!
**( জান্নাতবাসী মা’য়ের রুহের মাগফেরাত কামনায় )
১,২১১ বার পড়া হয়েছে
মন কেঁদে উঠে।
আকুতি ভরা মায়ের মমতা মিশানো কবিতা ভাল লাগল