নোটিশ
হলি
এই লেখাটি ইতিমধ্যে 2315বার পড়া হয়েছে।
চল সখি হলি খেলি,
রঙ ছুড়ে দেই মুখে।
উড়না সরিয়ে ফেল,
নয়তো রং লাগবেনা চোখে।
দিদি, মাসি, ঠাম্মা পিসি,
সবাই নাচছে হলির রঙে,
আয় সখি কাছে আয়,
রঙ লাগিয়ে দেই সারা অংঙে।
বসন্ত এসে ছুঁয়েছে মনের আঙিনা।
কৃষ্ণচুরা লাল হয়েছে ফুলে,
চল সখি প্রণয় করি
আজ এ হলির রঙে।
দোয়েল সেজেছে লাল ডুমুরে,
কোকিল সে গাইছে গান,
আজি এই দোল যাত্রায়,
কৃষ্ণের রঙে রঙিন রাঁধা,
শুভ হোক দোল যাত্রা।
২,২০৬ বার পড়া হয়েছে
হোলির ছবিটি যেন জীবন্ত হয়ে উঠলো
আজকে হুলি খেলা নাকি…….
লেখা সুন্দর হয়োছে
সুন্দর হইছে ভাইয়া…মনটা রাঙ্গা থাকুক সবসময়…!
//চল সখি প্রণয় করি
আজ এ হলির রঙে।//
হলির রঙে প্রণয় চলুক –
কবিতা বেশ ভাল লেগেছে। শুভেচ্ছা কবি –
চমৎকার কথামালা
বেশ সুন্দর লিখনী
শুভ কামনা রইল