Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হাজার মুখের ভীড়ে

লিখেছেন: এম, এ, কাশেম | তারিখ: ০৬/০২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1915বার পড়া হয়েছে।

 

 

হাজার মুখের ভীড়ে একবার আমি দেখেছি তাহার মুখ
পঠলচেরা চোখ, কাঁপা কাঁপা রাঙা ঠোঁট, চন্দ্র বদন
এলোকেশী উর্বশী নীল প্রজাপতি পরীর মতন
হৃদয়ের গোপন কুঠিরে জেগে উঠে অজানা সুখ;
তারপর কেটে গেছে বহুদিন, শয়নে স্বপ্নে শুধু
দেখেছি একটি মুখ হৃদয়ের ভিতরে সংগোপনে
মায়াবী মোনালিসা ছবি এঁকে একা যৌবনে
অজানা ঘাটে মনের নায়ে চড়ে সে মনের বধু;

 

সোহাগের নদীতে নেচে উঠে যে ঢেউয়ের দোলা
তালে তালে সে কিছিমে ঢেউ আছড়ে পরে কূলে
মনের হর্ষে সোহাগী পর্শে মধুকর চুমে ফুলে
স্বপ্নের সোনা মুখ মধুর রাতে জুড়ায় মনের জ্বালা;
তেমনি করে পেয়েছি তাহারে স্বপ্ন রাজার দেশে
আপন করে গো নিয়েছি বুকে সোহাগের আবেশে।

 

==================================

 

 

১,৯৮৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২২ টি
সর্বমোট মন্তব্য: ২৮০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৬ ০৫:৪৪:৩৪ মিনিটে
banner

১৫ টি মন্তব্য

  1. মো: মালেক জোমাদ্দার মন্তব্যে বলেছেন:

    কাশেম ভাই তারপর কেঠে গেছে বহুদিন, শয়নে স্বপ্নে শুধু
    কেটে গেছে
    হবে মনে হয় ।
    ধন্যবাদ।

  2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    ঠিক করে দিলাম ভাই,

    অনেক ধন্যবাদ।

  3. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    একেবারে নিখুঁত অন্ত্যমিল কাশেম ভাই — খুব ভাল লেগেছে ।

  4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    ভাল লেগেছে জেনে কত যে খুশী হলাম………….
    অনেক ধন্যবাদ।

  5. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

    বাহ!দারুণ।অসাধারণ।

  6. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    অনেক অনেক ধন্যবাদ দোলন ভাই,

    ভাল থাকুন।

  7. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    হাজার মুখের ভীড়ে একবার দেখা মিসেস কাশেম এর সেই মুখ মুখ
    পঠলচেরা চোখ, কাঁপা কাঁপা রাঙা ঠোঁট, চন্দ্র বদনকে অনেক ভালবাসা
    আর মিঃ কাশেমকে অসংখ্য ধন্যবাদ জীবনানন্দ ষ্টাইলে এই চমৎকার প্রেমের কবিতার লেখার জন্য।শুভকামনা থাকল অনেক।

  8. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    আপনার ছন্দময় কবিতার কাছে হার মেনে নিলাম,

    অনেক শুভ কামনা।

  9. শওকত আলী বেনু মন্তব্যে বলেছেন:

    ছন্দের মিলের সাথে কল্পনা ও ভাবের আলিঙ্গন কবিতাটিকে বেশ জোরালো করেছে।অনেক ধন্যবাদ লেখককে।শুভ কামনায়।

  10. মৌনী রোম্মান মন্তব্যে বলেছেন:

    হাজার কবিতার ভিড়ে একটি সনেট পড়ার সুযোগ দেয়ার জন্য কাশেম ভাইকে ধন্যবাদ

  11. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    কোথায় কি সুর বেজে উঠলো
    মৌনীর মৌনতা ভাঙ্গলো
    কেন জানি ভাল লাগলো
    অনেক শুভেচ্ছা রইলো।

  12. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    খুব সুন্দর…শুভেচ্ছা কবিকে।

  13. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা ।

  14. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    তেমনি করে পেয়েছি তাহারে স্বপ্ন রাজার দেশে
    আপন করে গো নিয়েছি বুকে সোহাগের আবেশে।

    হাজার কবিতার মাঝে এম, এ, কাশেম ভাইয়ের কবিতা বের করে পড়লাম , ভাল লাগলো।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top