হাতকড়া
এই লেখাটি ইতিমধ্যে 1470বার পড়া হয়েছে।
চোরায় পড়ে ধর্মের বই, লজ্জা আমি রাখব কই,
আইনচ্যুত বলে আইনের কথা, দুঃখ কারে কই।
আইনের কথা বলিস তোরা করে নীতি নিপীড়ন,
মাথা সবার হবে হেট হয় শুনলে নীতির বিবরন।
চোরের মার বড় গলা, জগৎ-সংসার বলে তাই,
অট্টহাসি প্রমাণ করে, তোদের উপর চোর নাই।
সতি নারী রাস্তায় ঘুরে, যোগায় পেটের আহার,
বেশ্যালয়ে কাটায় যে, তার গলায় স্বর্ণের হার।
স্কাইপি কথন চুরি করে পাইল কেহ সাধুবাদ,
চুরের চুরি ধরতে গিয়ে কেউবা পেল অপবাদ।
যুদ্ধাপরাধীর বিচার চেয়ে হলেম আমি নাস্তিক,
সুদ-সমকামী সমর্থনে সাজেন কেহ আস্তিক।
পরপুরুষকে সঙ্গে নিয়ে করছে কেহ এবাদত,
তারাই আবার করছে নাকি ইসলামের ইজ্জত!
ভুতের মুখে রাম নাম, যেমন অকল্পিত ধোঁকা,
আইনচ্যুতের আইনের কথায় বনিলাম বোকা।
হায়রে আজব মানুষ, আজব তোদের আচরণ,
যুগসঞ্চিত গ্লানি নিয়ে করছিস তোরা বিচরণ।
ভণ্ডামিরও সীমা আছে, জেনে রাখিস তোরা,
সময় বেশী দূরে নয়, হাতে পড়বে হাতকড়া।
কবিতাটি মোহাম্মদ সহিদুল ইসলামের
আবীর কাব্যগ্রন্থ থেকে উদ্বৃত হলো
১,৪৪২ বার পড়া হয়েছে
আমার পরিচিতিঃ
আমি, মোহাম্মদ সহিদুল ইসলাম, পিতাঃ ডাঃ মোঃ সফি উদ্দিন, ১৯৭৭ সালের ১লা জানুয়ারী, আমার জন্ম-ঢাকা জেলার ধামরাই থানার বেলীশ্বর গ্রামে নানা আলী আজগর মুন্সির বাড়ীতে । পৈত্রিক নিবাস, ঢাকা জেলার ধামরাই থানার অর্জ্জুন-নালাই গ্রামে, কিন্তু বাবার চাকরী জনিত কারনে আমি ছোটবেলা থেকেই মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া থানার বরুন্ডী গ্রামে বড় হই। বর্তমানে এই গ্রামেই আমি স্থায়ী ভাবে বসবাস করছি। দুই ভাই এক বোনের মধ্যে আমি বাবা-মার প্রথম সন্তান। আমার লেখাপড়া শুরু হয় উমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবং এই বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণী ও বরুন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি, পরে কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক মঞ্জুরীকৃত ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন (হাই স্কুল) হতে ১৯৯২ সালে সাফল্যের সহিত এস,এস,সি পরীক্ষা পাশ করি । সরকারী দেবেন্দ্র কলেজ হতে ১৯৯৪ সালে আই,কম, ১৯৯৬ সালে বি,কম এবং একই কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়_বাংলাদেশের অধীনে ১৯৯৮ সালে ব্যবস্থাপনা বিষয়ের উপর এম,কম সমাপ্ত করি। এম,কম শেষ পর্বের পরীক্ষা শেষ করার আগেই আমি ১৯৯৮ সালে একটি বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করি এবং চাকুরীরত অবস্থায় এম,কম সমাপনী পর্ব সাফল্যের সাথে সমাপ্ত করি। ২০০৮ সাল পর্যন্ত আমি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করি। ২০০৯ সাল হতে আগস্ট/২০১৪ সাল পর্যন্ত জুরং শিপইয়ার্ড_ সিঙ্গাপুরে কম্পিউটার অপারেটর হিসেবে এবং সেপ্টেম্বর/২০১৪ হতে অদ্যাবধি প্রজেক্ট সুপারভাইজার হিসেবে _ স্যাম্বক্রপ মেরিন_সিঙ্গাপুরে কাজ করছি।
আমি ছোটবেলা থেকে লেখালেখি করি । মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের আবহমান বাংলা ম্যাগাজিনে প্রথম লেখা শুরু। আমি গল্প, কবিতা, প্রবন্ধ ( রাজনৈতিক এবং সমসাময়িক) এবং উপন্যাস লেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আধুনিক বা সাম্প্রতিক পটভূমিকা নিয়ে লেখাই হল আমার অভিগমন। মানুষের দুঃখ-দুর্দশা আমার মনকে সর্বাধিক ক্ষতবিক্ষত করে। আমার প্রথম প্রকাশিত বইয়ের নাম “আবীর”। যৌথভাবে আমার প্রকাশিত বই ১০০ কবির প্রেমের কবিতা ২য় এবং ৩য় খণ্ড। আমি দেশ এবং বিদেশের বেশ কিছু অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় নিয়মিত গল্প, কবিতা এবং উপন্যাস লিখছি_ এর মধ্যে রয়েছে _ বাংলারকন্ঠ (সিঙ্গাপুর), দৈনিক সিলেটের আলাপ, আমাদের কিশোরগঞ্জ, বাংলারকন্ঠ(অস্টেলিয়া), সাভার নিউজ ২৪ ডট কম, সংবাদ ২৪ ডট নেট, প্রিয় ডট কম, রাঙ্গুনিয়া ২৪ ডট কম, এবি নিউজ২৪, বিবেকবার্তা ডট কম, বাংলা কবিতা ডট কম, বিডি নিউজ ২৪ ডট কম, গল্প কবিতা ডট কম ইত্যাদি।
মোহাম্মদ সহিদুল ইসলাম
Sahidul_77@yahoo.com
সর্বমোট পোস্ট: ১৪৪ টি
সর্বমোট মন্তব্য: ২৫৩৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১০-১১ ১৭:০২:১৬ মিনিটে
Visit
সহিদুল ইসলাম Website.
উচিত কথার কবিতা, মন্তব্য নেই , যাই হোক আমি লিখি বিবেকের তাড়নায়, আমি লিখেই যাবো, এ কলম থাম্বার নয়।
পরপুরুষকে সঙ্গে নিয়ে করছে কেহ এবাদত,
তারাই আবার করছে নাকি ইসলামের ইজ্জত!
কথা সত্য । খুব সুন্দর লিখেছেন ।
তা কি করে হয় মন্তব্য অবশ্যই পড়বে অন্তত আমি দেবো ইনশাআল্লাহ লিখে যান অবিরত
ছন্দময় দারুন সুন্দর লিখা
শুভ কামনা