Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হাতে রেখে হাত

লিখেছেন: এম এ সবুর | তারিখ: ০৮/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1174বার পড়া হয়েছে।

ঋতুচক্রের শেষ ঋতু বসন্তে এলে
হাতে নিয়ে পলাশ ফোটা ফাগুন,
প্রকৃতি যখন নতুন সাঁজে ব্যস্ত,
এমনি এক ক্ষণে হাতে রেখে হাত
ভরিয়ে ছিলে জীবন সুখ বর্ষায়।

গ্রীষ্মের তাপদাহে ছাড়লে হাত
বৈশাখী ভাঙ্গা-লীলার দিনে,
প্রকৃতি যখন শুধুই ভাঙ্গে গড়েনা,
এমনি এক ক্ষণে একরাশ ছলনায়
জীবন ভরিয়ে দিলে শ্রাবণ বর্ষায়।

বর্ষা ঋতু অাজ অার হয়না শেষ
শ্রাবণ ঝরে দু-চোখ বারো মাস,
প্রকৃতি শুধু ভাঙ্গে, গড়েনা অামায়,
এমনি এক ক্ষণে তোমার স্মৃিত
শান্ত করে দিলো অথৈ বর্ষায়।

১,১৪৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৬ টি
সর্বমোট মন্তব্য: ২৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১৭ ০২:৫৯:০৯ মিনিটে
banner

৩ টি মন্তব্য

  1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    খুব সুন্দর
    ভাল লাগল

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    লেখা সুন্দর তবে বিরহ ব্যথা কষ্ট লাগল

    শুভকামনা অনেক অনেক।

  3. এম এ সবুর মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ অাপনাদের।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top