Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হায় হৃদয়

লিখেছেন: হাসান ইমতি | তারিখ: ২৩/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1452বার পড়া হয়েছে।

০১)

উর্বশী রানী
ঝলক জওয়ানী
চোখের ফাঁদ ।

০২)

আয়না ভাঙে
রূপের কি দেমাগ
হায় হৃদয় ।

০৩)

মৌমাছি প্রেম
মক্ষীরানী সমীপে
মৌরেণু পুজা ।

ঘরানাঃ হাইকু

১,৪২৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি হাসান ইমতি, জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা । আমি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকি । এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সামহোয়্যার ইন ব্লগ, চলন্তিকা, ইস্টিশন, নক্ষত্র, আমার ব্লগ, চতুর্মাত্রিক ইত্যাদি। ইতিমধ্যে ই-ম্যাগের ভেতর অন্যনিষাদ, কালিমাটি, মিলন সাগর, জলভূমি, প্রতিচ্ছবি, বাঙ্গালিয়ানা সহ আরও কিছু ব্লগজিন ও বাজিতপুর প্রতিদিন, মিডিয়াবাজ, নব দিবাকর, তোমার আমার, বাংলা নিউজ ২৪, নারায়ণগঞ্জ টাইমস সহ আরও কিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার লেখা । প্রিন্ট মিডিয়ার ভেতর গত ২০১৫ ইং বইমেলায় সাহিত্যকথা, অন্যপ্রকাশ, তারুন্য সহ আরও কয়েকটি সংকলনে আমার লেখা প্রকাশিত হয়েছে । এর বাইরে ভারতের দিগন্ত পত্রিকা, যুগসাগ্নিক, ঢাকার লেখচিত্র প্রকাশনী, বাংলার কবিতাপত্র, অতসী পত্রিকাসহ আরও কিছু প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার লেখা । অনলাইনে আয়োজিত আটকাহন সাহিত্য পুরস্কার, গল্পলেখা সাহিত্য পুরস্কার ও সৃষ্টিসুখের উল্লাসে সাহিত্য পুরস্কার সহ আরও কিছু সাহিত্য পুরস্কার আমার লেখাকে সন্মানিত করেছে । ব্যক্তি জীবনে আমি কমনওয়েলথ এম বি এ শেষ করে সি এ করার পাশাপাসি একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠানে নিরীক্ষা বিভাগে কর্মরত আছি । গুগলে অভ্র দিয়ে বাংলায় "হাসান ইমতি" লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আরও জানা এবং আমার লেখার একাংশ পড়া যাবে ।
সর্বমোট পোস্ট: ১৫৪ টি
সর্বমোট মন্তব্য: ৮০৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১২-১৪ ১১:৫৬:২৪ মিনিটে
Visit হাসান ইমতি Website.
banner

১২ টি মন্তব্য

  1. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    আয়না ভাঙে
    রূপের কি দেমাগ
    হায় হৃদয় ।

    ছড়াটিতে একটি ভিন্ন মাত্রা আছে । শুভেচ্চা রইলো ।

  2. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    পড়া ও মন্তব্যের জন্য ভালোবাসা

  3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    মাত্র কয়েকটি শব্দে মনের ভাব প্রকাশের দারুণ এক সংকলন- হাইকু !
    ভালো লেগেছে লিখা ।

  4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ঘরাণা হাইকু কিন্তু এখনো বলেন কি ভাবে শিখবো
    পড়ে যথারীত মুগ্ধ হলেম কবি হাসান ইমতি ভাই
    অসাধারণ লিখা
    শুভ কামণা রইল
    ভালো থাকুন সব সময় ……..

  5. সেতারা ইয়াসমিন হ্যাপি মন্তব্যে বলেছেন:

    সংক্ষিপ্ত বহিঃপ্রকাশ…। সুন্দর…!

  6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    বেশ সুন্দর হাইকু
    ভাল লাগল।

  7. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

    অসাধারণ হাইকু, ভালো লাগলো

  8. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালোবাসা সরকার

  9. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালোবাসা সবুজ, হাইকু (একবচনে “হাইকি”) একধরনের সংক্ষিপ্ত জাপানি কবিতা। তিনটি পংক্তিতে যথাক্রমে ৭, ৫ এবং ৭ জাপানি শ্বাসাঘাত মোরাস মিলে মোট ১৭ মোরাসের সংক্ষিপ্ত পরিসরে একটি মুহূর্তে ঘটিত মনের ভাব প্রকাশ করা হয়। জাপানি হাইকু একটি লাইনে লিখিত হয়। সেই বাক্যটিতে ১৭টি মোরাস থাকে। সাধারণত একটি ছবি বর্ণনা করার জন্য হাইকু লিখিত হয়। মোরাস ও মাত্রা একই ব্যাপার নয়। ইউরোপিয়গণ ১৭ মোরাসকে ১৭ দল মনে করে হাইকু লেখার সূত্রপাত করে। তাদের দেখাদেখি বাংলা ভাষায় ১৭ মাত্রার হাইকু লেখার প্রচলন হয়। মোরাস, দল ও মাত্রা এক-একটি ভাষার নিজস্ব শ্বাস অনুসারী। সেই অনুজায়ী ১২ মোরাসে ১৭ সিলেবল হয়। ইউরোপে ইমেজিস্ট আন্দোলনের পর ১৭ সিলেবলের পরিবর্তে আরো বেশী সিলেবলের হাইকু লেখা শুরু হয়েছে। জ্যাক কেরুয়াক প্রমুখ মার্কিন কবিগণ স্বীকার করেছেন যে মার্কিন উচ্চারণ জাপানি উচ্চারণ হইতে সম্পূর্ণ পৃথক। তাঁরা ১৭ দল ও তিন বাক্য্ বন্ধন অস্বীকার করে হাইকু লিখেছেন।

  10. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালোবাসা অনিরুদ্ধ

  11. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালোবাসা হ্যাপি

  12. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালোবাসা সুমন

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top