Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হিমুনিটা একা একা হাঁটছিল………..

লিখেছেন: এই মেঘ এই রোদ্দুর | তারিখ: ১১/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1785বার পড়া হয়েছে।

হিমুনিটা একা একা হাঁটছিল,
সঙ্গে কাউকে নিতে বাঁধছিল,
আনমনে হাঁটছিল আর ভাবছিল,
জীবনের কয়টা দিন সুখছিল,
দুখে কয়টা দিন কাটছিল,
মনে মনে একটা অঙ্ক কষছিল,
জীবনের অঙ্কটাই কি ভুল ছিল?
পাওয়ার চেয়ে না পাওয়ার বেদনাই বেশী ছিল!
আনন্দের ক্ষণগুলো মনে করে হাসছিল ;
ভাবনার মাঝে মাঝে কল্পনায় ডুবছিল,
প্রজাপতি হয়ে ডালে ডালে উড়ছিল;
সাদা মেঘ হয়ে আকাশে ভাসছিল,
পাখির গান ঝর্নার গান শুনছিল;
নীল আকাশে ঘুড়ি হয়ে ঘুরছিল,
যখন কল্পনা থেকে বাস্তবে ফিরে আসছিল;
ভেবে দেখল তখন, সবইতো কল্পনা ছিল 🙁
সঙ্গে সঙ্গে নয়ন বেয়ে দু ফোঁটা অশ্রু ঝরছিল,
ও হ্যা, হিমুনির সঙ্গে কিন্তু চাঁদ ছিল;
চাঁদটা হিমুনি কে আড়ে আড়ে দেখছিল,
আর যেন তার সাথে ব্যাঙ্গ করছিল ।

https://lh6.googleusercontent.com/-b_ddxiO0Tks/ULXNaBtgQsI/AAAAAAAAI0g/PH_98B0VCEA/s640/staring_at_the_sunset_gif_by_rinoabc-d3ihq81.gif

১,৮৬০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি খুবই সাধারণ একজন মানুষ । জব করি বাংলাদেশ ব্যাংকে । নেটে আগমন ২০১০ সালে । তখন থেকেই বিশ্ব ঘুরে বেড়াই । যেন মনে হয় বিশ্ব আমার হাতের মুঠোয় । আমার দুই ছেলে তা-সীন+তা-মীম ==================== আমি আসলে লেখিকা নই, হতেও চাই না আমি জানি আমার লেখাগুলোও তেমন মানসম্মত না তবুও লিখে যাই শুধু সবার সাথে থাকার জন্য । আর আমার ভিতরে এত শব্দের ভান্ডারও নেই সহজ সরল ভাষায় দৈনন্দিন ঘটনা বা নিজের অনুভূতি অথবা কল্পনার জাল বুনে লিখে ফেলি যা তা । যা হয়ে যায় অকবিতা । তবুও আপনাদের ভাল লাগলে আমার কাছে এটা অনেক বড় পাওয়া । আমি মানুষ ভালবাসি । মানুষকে দেখে যাই । তাদের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করি । সব কিছুতেই সুন্দর খুঁজি । ভয়ংকরে সুন্দর খুঁজি । পেয়েও যাই । আমি বৃষ্টি ভালবাসি.........প্রকৃতি ভালবাসি, গান শুনতে ভালবাসি........ ছবি তুলতে ভালবাসি........ ক্যামেরা অলটাইম সাথেই থাকে । ক্লিকাই ক্লিকাই ক্লিকাইয়া যাই যা দেখি বা যা সুন্দর লাগে আমার চোখে । কবিতা শুনতে দারুন লাগে........নদীর পাড়, সমুদ্রের ঢেউ (যদিও সমুদ্র দেখিনি), সবুজ..........প্রকৃতি, আমাকে অনেক টানে,,,,,,,,,আমি সব কিছুতেই সুন্দর খুজি.........পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করি, ভালবাসি । লিখি........লিখতেই থাকি লিখতেই থাকি কিন্তু কোন আগামাথা নাই..........সহজ শব্দে সব এলোমেলো লেখা..........আমি আউলা ঝাউলা আমার লেখাও আউলা ঝাউলা ...................... ======================== এটা হলো ফেইসবুকের কথা........ ========================== কেউ এড বা চ্যাট করার সময় ইনফো দেখে নিবেন এবং কথা বলবেন...........আর আইস্যাই খালাম্মা বলে ডাকবেন না । পোলার মা হইছি বইল্যা খালাম্মা নট এলাউড......... ================ এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ======================= কিছু মুহূর্ত একটু ভালোবাসার স্পর্শ চিত্তে পিয়াসা জাগায় বারবার এই নিদারুণ হর্ষ ....... ছB ========================= এই হলাম আমি........ =================
সর্বমোট পোস্ট: ৬৩৯ টি
সর্বমোট মন্তব্য: ৯০০৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৫ ০৪:৫২:৪০ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

  1. ফেরদৌসী বেগম মন্তব্যে বলেছেন:

    তোমার কবিতার হিমুনিটার জন্য তো সত্যিই ভীষণ মায়া হলো। তবে লিখেছো বেশ ছন্দময়ী কবিতা। আমার আন্তরিক ভালোলাগা আর ভালবাসা দিয়ে গেলাম।

  2. আলমগির সরকার লিটন মন্তব্যে বলেছেন:

    না না

    ভালোই লাগল ——-

  3. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    ভিন্ন স্বাদের ভিন্ন ধারার সুন্দর কবিতা…খুব ভালো লাগলো….

  4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    চমৎকার !

    শব্দ ছন্দে হিমুনীটা কবিতাটি লিখছিল
    মনে মনে কাকে যেন গভীর ভাল বাসছিলো…………….

    অনেক ভাল লাগা।

  5. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    বরাবরের মতই ভাল লাগল । শুভ কামনা । ভাল থাকুন ।

  6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    চমত্‍কার !

  7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভেরি নাইস
    ভালো লাগলো পড়ে

    শুভ কামনা রইল

  8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ আপনাকে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top