Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হৃদয় রাণী

লিখেছেন: মনির হোসেন মমি | তারিখ: ১৮/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1163বার পড়া হয়েছে।

বৃষ্টি হলে ভিজঁতে যাওয়া
রৌদ্রের খড়তায় নিজেকে পুড়া
মনের আড়ালে মনকে খোজাঁ
তোমার সামনে দাড়ালে হয়ে যাই বোকা।

আমি করিছি জয় বিশ্ব বিজয়
তুড়িতে উড়িয়েছি লক্ষ কোটি ভক্ত হৃদয়
তোমার বেলায় ভিন্ন এক অনুভূতি,মনে স্পন্দন
ভালবাসা কি এমনি ক্ষয়ে ক্ষয়ে যাওয়া হৃদয়।

বিশ্ব যদি বলে এনে দে ভ্রাতৃত্ত্বে ভ্রাতৃত্ত্বে বন্ধন
স্টপ করো যত রক্তক্ষয়ী যুদ্ধ যুদ্ধ খেলা
আমি তাই করি,করি আমি আপন মনে
শুধু ভালবাসায় তোমার পথে পথ চলা আমার।

আমার সারাটা দিন কাটে ভেজালেঁর মাঝে
খুজতেঁ থাকি সূখ কাকে বলে
নেই কোথাও শান্তির বাণী,
অশান্তিতে ছেয়েঁ গেছে আমাদের জীবন কাহিনী।

অশান্ত জীবনে উত্তাল কষ্টের ঢেউয়ে
ভাসাইলাম প্রেমের তরী তোমার হৃদয়ে
তুমি দিবে শান্তি, দিবে সাহারা মরু হৃদয়ে
জানি আমি সব জানি তুমিই আমার প্রেয়সীনি।

জীবন সংগ্রামে তুমি প্রেরনা তোমার উর্দ্দীপনা
তোমার সান্নিধ্যে হারি তবু নাহি লাজ
জয় পরাজয়ে তোমার উপাস্হপনায় খুজিঁ
হারবার কারন,এগুবার সূত্রের বন্দনা।

১,২০২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
"চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি"
সর্বমোট পোস্ট: ৮ টি
সর্বমোট মন্তব্য: ১৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-১৬ ০৪:৪৮:৪৮ মিনিটে
Visit মনির হোসেন মমি Website.
banner

৮ টি মন্তব্য

  1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    জীবন সংগ্রামে তুমি প্রেরনা তোমার উর্দ্দীপনা
    তোমার সান্নিধ্যে হারি তবু নাহি লাজ
    জয় পরাজয়ে তোমার উপাস্হপনায় খুজিঁ
    হারবার কারন,এগুবার সূত্রের বন্দনা।——- দুর্দান্ত লিখেছেন মনির ভাই ।

  2. সাঈদুল হাসান মন্তব্যে বলেছেন:

    জীবন সংগ্রামে তুমি প্রেরনা তোমার উর্দ্দীপনা
    তোমার সান্নিধ্যে হারি তবু নাহি লাজ
    জয় পরাজয়ে তোমার উপাস্হপনায় খুজিঁ
    হারবার কারন,এগুবার সূত্রের বন্দনা।

  3. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    বৃষ্টি হলে ভিজঁতে যাওয়া
    রৌদ্রের খড়তায় নিজেকে পুড়া
    মনের আড়ালে মনকে খোজাঁ
    তোমার সামনে দাড়ালে হয়ে যাই বোকা।

    চমত্কার কবিতা লিখেছেন। ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

  4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    ভাল লেখা । তবে চন্দ্রবিন্দু কেন ?

  5. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

    খুবই চমৎকার একটি লেখা

  6. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    জীবন সংগ্রামে তুমি প্রেরনা তোমার উর্দ্দীপনা
    তোমার সান্নিধ্যে হারি তবু নাহি লাজ
    জয় পরাজয়ে তোমার উপাস্হপনায় খুজিঁ
    হারবার কারন,এগুবার সূত্রের বন্দনা।

    খুবি সুন্দর, ১০০ তে ১০০ ভাই, আমার নিকট খুব ভালো লেগেছে।

  7. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    খুবই চমৎকার একটি লেখা

  8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    বেশ …………………………….

    ভালো লাগলো পড়ে
    থাকলো শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top