Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হৃদয়ের ফুল

লিখেছেন: অনিরুদ্ধ বুলবুল | তারিখ: ২১/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1483বার পড়া হয়েছে।

এত কাছে এসো না গো নিবিড় হয়ে

বসো না তো করতলে পিদিম জ্বেলে

আশার আলো ধরে বলো না কো

কথা কিছু সান্ত্বনা সুরে!

 

যা গেছে – তা দাও যেতে বাতাসের ভিড়ে

মুছিয়ো না আঁখিলোড় নয়নের কোণে!

নাঙ্গা-প্রদীপ জেনো আয়ু নেই বেশি

ঝরে যাবে প্রাণ তার হুতাশন লেগে!

 

সেই ভালো হতে দাও; নিয়তি যা চায়

শ্রান্তি মুছে কান্তি ফুটুক মাতম করে!

অশ্রুতে ধুয়ে বুক হয়ে যাক হালকা

নিমেষেই হয়ে যাবেশোক-তাপ হরা!

 

‘হাসি আর কান্না; হৃদয়ের ফুল

চাষবাস করি যা’ পাই নির্ভূল’।

যা গেছে তা যা’ক চলে ডাকবে না পিছু-

খুঁজে নিক পথ তার, যেতে দাও ওরে।

 

লাল নীল রূপোলীতে ভুলিয়ো না দুঃখে

আশার আঁচড় কেটে জাগিয়ো না তারে

সুখ যদি পায় কিছু খুঁজে নিক তবে

রাতের আঁধার চেরা শিসকাটা বাতাসে!

১,৪৫৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
কৈফিয়ত - তোমরা যে যা-ই ব'ল না বন্ধু; এ যেন এক - 'দায়মুক্তির অভিনব কৌশল'! যেন-বা এক শুদ্ধি অভিযান - 'উকুন মেরেই জঙ্গল সাফ'!! প্রতিঘাতের অগ্নি-শলাকা হৃদয় পাশরে দলে - শুক্তি নিকেশে মুক্তো গড়ায় ঝিনুকের দেহ গলে!! মন মুকুরের নিঃসীম তিমিরে প্রতিবিম্ব সম - মেলে যাই কটু জীর্ণ-প্রলেপ ধূলি-কণা-কাদা যত। রসনা যার ঘর্ষনে মাজা সুর তায় অসুরের দানব মানবে শুনেছ কি কভু খেলে হোলি সমীরে? কাব্য করি না বড়, নিরেট গদ্যও জানিনে যে, উষ্ণ কুসুমে ছেয়ে নিয়ো তায় - যদি বা লাগে বাজে। ব্যঙ্গ করো না বন্ধু আমারে অচ্ছুত কিছু নই, সীমানা পেরিয়ে গেলে জানি; পাবে না তো আর থৈ। যৌবন যার মৌ-বন জুড়ে ঝরা পাতা গান গায় নব্য কুঁড়ির কুসুম অধরে বোলতা-বিছুটি হুল ফুটায়!! ভাল নই, তবু বিশ্বাসী - ভালবাসার চাষবাসে, জীবন মরুতে ফুটে না কো ফুল কোন অশ্রুবারীর সিঞ্চনে। প্রাণের দায়ে এঁকে যাই কিছু নিষ্ঠুর পদাবলী: দোহাই লাগে, এ দায় যে গো; শুধুই আমার, কেউ না যেন দুঃখ পায়।
সর্বমোট পোস্ট: ১৪৩ টি
সর্বমোট মন্তব্য: ২৪২২ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০২-১৪ ০২:৫৯:৫৩ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    আহ কি সুন্দর শব্দের গাথুনি

    ভালা লাগা রাখলাম

    শুভেচ্ছা কবিকে

  2. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    //সুখ যদি পায় কিছু খুঁজে নিক তবে
    রাতের আঁধার চেরা শিসকাটা বাতাসে!//
    অসাধারণ শব্দসম্ভারে দারুণ কবিতা ।
    কবিতায় অনেক ভালোলাগা ।
    কবিকে অনেক শুভেচ্ছা ।

  3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    সাবলিল লিখনী
    শব্দ গাথুনী অসাধারণ
    খুব সুন্দর
    ভালো লাগলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top