Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অলস মন

লিখেছেন: রফিক আল জায়েদ | তারিখ: ০২/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 2373বার পড়া হয়েছে।

ভাল আর লাগে না
লেখতে ও পড়তে,
পড়ালেখা ছাড়া চাই
জীবনটা গড়তে।|

মন ভাল নেই আজ
দেহতে নেই শক্তি,
ভাল কথা শোনালেও
আসে না তাই ভক্তি।|

কী যে করি সারাদিন
শুয়ে বসে কাটে না,
অলস মনে ভেবে ভেবে
জীবনটা আর হাটে না।|

২,৪৫৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি বিখ্যাত কোন লেখক নই। সখের বশে কিবোর্ড স্পর্শ করি। আর সখের বশে কখনও লেখক, কবি, গল্পকার, কখনও আরও অনেক কিছু..... প্রিয় ব্যাক্তিত্ব: হযরত মুহাম্মাদ (সা.) যাদের লেখা ভাল লাগে কবি: মুহিব খান লেখক: তামীম রায়হান, সালাহউদ্দীন জাহাঙ্গীর, ভালবাসি মা মাটি ও মানুষকে....
সর্বমোট পোস্ট: ২৭ টি
সর্বমোট মন্তব্য: ১৭৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৯ ১৬:২৭:৪৭ মিনিটে
banner

১৫ টি মন্তব্য

  1. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    রফিক আল জাবেদ ভাই কবিতাটি খুব অসাধারন। ভাল লাগল। সামনে আরও ভাল কিছু আশা করছি।

  2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    ছড়াটি ভাল লাগল। নিয়মিত লিখবেন।

  3. তৌহিদ উলল্যাহ শাকিল মন্তব্যে বলেছেন:

    কবিতা হিসেবে ভালো হয়েছে তবে লেখাপড়া ছাড়া জীবন গড়তে কি পারে যায়।কবিতায় ছন্দ আছে ভাব কিছুটা কম হলে এ বেশ

    • রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

      এটা ভাই, অলস মস্তিস্কের কারুকাজ মাত্র। ছড়া-কবিতা বেশি লেখা হয় না। তাই একটু দূর্বল হয়ে যায়। দোয়া ও পরামর্শের ধারা অব্যাহত দেখতে চাই! ধন্যবাদ।

  4. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল। সামনে আরও ভাল কিছু আশা করছি। নিয়মিত লিখবেন।

  5. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    শিক্ষার কোনো বিকল্প নেই,, কবিতা ভালো লাগে সেজন্যে পড়ি, তবে শুধু ছন্দ আর ভাবের মিলন হলেই তাকে আমি কবিতা বলি না, যদিও আমার বলা না বলাতে কিছুই যায় আসে না,, আমার দৃষ্টিতে যা মানুষকে ইনস্পিয়ার করবে, মানুষের মনকে ছোঁবে, তাই আসল কবিতা,,,অনেক অনেক শুভ কমনা, ভবিষ্যতে সেই ধরনের লেখা পাবো বলেই আসা করছি, ধন্যবাদ

    • রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

      আপনার কথা ঠিক। তবে আমি নিজেও এটাকে কবিতা বা ছড়ার ঘরে রাখিনি। আগামীতে অবশ্যই ভাল কিছু পাবেন। দোয়া ও পরামর্শ দিয়ে পাশে থাকবেন আশা করি।

  6. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    এই নগন্যের তুচ্ছ কথাকে পরামর্শ হিসেবে নেওয়ার জন্য কৃতজ্ঞতা,,

  7. রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

    এটা আপনার বড় মনের বহিঃপ্রকাশ। ভাল থাকবেন, পাশে থাকবেন.

  8. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল ।

  9. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    সুন্দর লিখেছেন তো !
    অসংখ্য অসংখ্য ভাল লাগা জানিয়ে দিলাম ।

  10. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    ভাল আর লাগে না
    লেখতে ও পড়তে,
    পড়ালেখা ছাড়া চাই
    জীবনটা গড়তে।|

    সুন্দর কবিতার ছন্দ কিন্তু ক্যাটাগরিতে বিবিধ কেন ?

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top