সুস্থ থাকুন পর্ব -০১
এই লেখাটি ইতিমধ্যে 3036বার পড়া হয়েছে।
এই ধারাবাহিকে পর্যায় ক্রমিক বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা হবে ।
আজকের বিষয় ঃ genital prolapse
বাংলাদেশের বয়স্ক মহিলাদের এই সমস্যা বেশি হয়। আজ আমরা জানার চেষ্টা করব , genital prolapse কি কাদের বেশি হয় । এটি হলে কি কি সমস্য্যা হতে পারে । কিভাবে রোগ নির্ণয় করা যায়।
genital prolapse হচ্ছে জরায়ুর স্বাভাবিক অবস্থান থেকে নিচের দিকে নেমে আসা ।
যাদের বেশি হয় ঃ
১।ডেলিভারির সময় কোন ইনজুরি হলে ।
২।মেয়াদি কাশি এবং কোষ্ঠকাঠিন্য থাকলে
৩।স্থুলতা
৪।জরায়ুর টিউমারের জন্য জরায়ুতে চাপ পরলে
৫।মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর
৬। জরায়ুর সাপোর্টের জন্মগত দুর্বলতা
৭।যারা অধিক সংখ্যক বাচ্চার জন্ম দিয়েছেন
লক্ষনঃ
১।মাসিকের রাস্তা দিয়ে কিছু বের হয়ে আসা( সাধারণত কয়েক বছর ধরে)
২। তলপেটে অথবা পিঠের নিচের দিকে ব্যাথা
৩।বারবার প্রসাব করা
৫।প্রসাব এ জ্বালাপোড়া
৬।প্রসাব আতকে রাখতে না পারা
৬।প্যাখানার সময় ব্যাথা
৯।পায়খানা আটকে রাখতে না পারা
১০।সহবাসের সময় ব্যাথ্যা
চিকিৎসা পদ্ধতি নিয়ে পরের পর্বে আলোচনা করা হবে ।
৩,০০৭ বার পড়া হয়েছে
আপনি কি মেডিকেল স্টুডেন্ট ?
স্বাস্থ্য সম্পর্কিত পোস্ট টির জন্য অনেক ধন্যবাদ ফিদাতো।
শুভেচ্ছা রইল।
জী আপ্নাকেও শুভেচ্ছা
অনেক কিছু জানলাম । ধন্যবাদ ।
বেশ
বাংলা ভাষায় চিকিৎসা বিষয়ক লেখার কমতি আছে অনেক।
এই বিষয়ে লেখা কিংবা অনুবাদ হলে খুব ভালো কাজ হয়।অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক গুরুত্বপূর্ণ পোস্ট।
ভাইয়া পর্বগুলো ছোট আকারে দিলে বেশি উপকৃত হব।
ধন্যবাদের শেষ নেই। ভাল থাকুন, ভাল কাজে আল্লাহ যেন সহায়তা করেন।