Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সাঙ্গা নামের গ্রামটি

লিখেছেন: রুবাইয়া নাসরীন মিলি | তারিখ: ১৯/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 3463বার পড়া হয়েছে।

সাঙ্গা এক ছোট পাহাড়ি গ্রাম । নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে আছে বিশ্বের সবচেয়ে লম্বা শিব/মহাদেবএর ভাস্কর্য  । ভক্তাপুর জেলার সীমানায় অবস্থিত এই ভাস্কর্যকে নেপালিরা বলে কৈলাসনাথ মহাদেব স্ট্যাচু ।

 

58500_1611949182158_3922174_n

 

পাহাড়ের উপর ত্রিশুল হাতে দাড়িয়ে আছে শিব বা মহাদেব ।গলায় জড়ানো আছে কিং কোবরা ।

 

 

60863_1611960342437_5584699_n

পুরো জায়গাটা সবুজে ছাওয়া ।   ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে । সিঁড়ি গুলো যথেষ্ট চওড়া আর দুইপাশে রেলিং দেয়া । এই মূর্তিটি একশত তেতাল্লিশ ফিট লম্বা ।

 

59446_1611949422164_6854460_n

 

ব্রোঞ্জ ,কপার ,ষ্টীল ,জিংক আর সিমেন্ট দিয়ে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে । প্রতিদিন এখানে প্রচুর ভক্ত আসে পুজা দিতে আর পর্যটকরা আসে দেখার জন্য । ২০০৪ সালে এর নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় ২০১১ তে । পায়ের কাছে ঘন্টা দেখেই ধারনা করা যায় মূর্তিটা আসলেই কত উঁচু ।

 

58558_1611953622269_4037941_n

 

যেহেতু এটা কৈলাসনাথ মহাদেব এর স্ট্যাচু তাই এখানে মহাদেব এর পরিবারের স্ট্যাচু আছে । কৈলাসনাথ পাহাড়ের উপর শিব/মহাদেব দুইপাশে দুই ছেলে কার্ত্তিক আর গণেশ কে নিয়ে  বসে আছে ।

 

 

 

সাঙ্গা এর মহাদেব

পিছনে তার বাহন নন্দি (গরু) ।সবগুলা স্ট্যাচু একি উপাদানে তৈরি ।

 

 

60937_1611950222184_12092_n

 

সারি সারি শিবলিঙ্গ আছে পূজা করার জন্য ।

 

 

61527_1611954702296_2275225_n

 

নেমে আসার পথে দেখা যায় শান্ত সবুজ পাহাড়ি গ্রাম ।

 

 

61301_1611963102506_1554287_n

 

কাঠমান্ডুর কাছে হওয়াতে একবেলায় ঘুরে আসা যায় সাঙ্গা ।

 

59082_1611964222534_4275748_n

 

 

দুপাশে পথের দৃশ্য আর পাহাড়ি গ্রাম অবশ্যই ভাল লাগবে সবার ।  এখানে ছোট ছোট দোকানঘর আছে ।এদের বানানো চা অসাধারন মজা।

৩,৪১২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি মিলি ,ভাল লাগে বই পড়তে,ঘুরে বেড়াতে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে ।
সর্বমোট পোস্ট: ৩৮ টি
সর্বমোট মন্তব্য: ৩৯৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৯-০৩ ১৫:৫৪:৫০ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    মিলি আপা ছবির সমারোহে সজ্জিত আপনার পোষ্টটি দেখে নয়ন জুরালাম, ভালো থাকুন।

  2. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো সাঙা গ্রামের দৃশ্যগুলো।

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    অনেক ভাল লাগল আপি। তোমার ভাগ্য ভাল সুন্দর সুন্দর জায়গা দেখতে পারতেছো ।

    • মিলি মন্তব্যে বলেছেন:

      ধন্যবাদ আর আমি কিন্তু জানি এই মেঘ এই রোদ্দুর অনেক জায়গায় ঘুরে বেড়ায় আর সুন্দর সুন্দর ছবি তোলে 😀 আমি তার তোলা ছবি বিশেষ করে ফুলের ছবির ফ্যান

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top