Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অাত্ববিলাপ

লিখেছেন: এম এ সবুর | তারিখ: ২০/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1956বার পড়া হয়েছে।

অামি কেবলি তলিয়ে যাচ্ছি-
কালের অতল গহব্বরে,
দুঃখ সায়রে অাছড়ে পড়া ঢেেউ।
কখনও সংসার কিংবা ভালোবাসার
অজস্র স্মৃতির ক্যানভাসে।

অামি কেবলি পালিয়ে যাচ্ছি-
জীবন থেকে শতরূপে বারবার,
বিনা প্রতিবাদী অবোধের মতো।
কখনও চোখ বুজে কিংবা কাপুরুষের মতো
চুপিচুপি যাচ্ছি দুরে সরে।

অামি কেবলি দেখে যাচ্ছি-
নিয়ম অনিয়মের প্রতিনিয়ত দন্ড,
দূর্বলের অাত্বচিৎকার, অাহাজারী।
কখনো বঁধু কিংবা কিশোরীর সম্ভ্রম
হারিয়ে কাঁদতে কাঁদতে বাড়ী ফেরা।

অামি কেবলি প্রতিবাদ করে যাচ্ছি-
বিবেক নামক অদৃশ্য কারো সাথে
তর্কে-বিতর্কে অাত্ববিলাপে; নিজের সাথে।
কখনও কলম দিয়ে কিংবা কবিতার
ভাষায় অনলাইনে “চলন্তিকায়”।

১,৯০৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৬ টি
সর্বমোট মন্তব্য: ২৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১৭ ০২:৫৯:০৯ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    কবিতা সুন্দর হয়েছে, তবে শিরোনাম নেই_ বোধহয় ভুলে বাদ দিয়েছেন।
    কিছু শব্দ ভেঙ্গে গেছে।
    যেমন__
    অাত্ববিলাপ!
    অাছড়ে
    অামি
    অাত্বচিৎকার
    অাহাজারী
    অাত্ববিলাপে

    শব্দগুলি ঠিক করে নেয়া উচিৎ।

  2. এম এ সবুর মন্তব্যে বলেছেন:

    অামি মোবাইলে রিদমিক ব্যবহার করি। অামার এখানে সবই ঠিক অাছে ভাইয়া, তারপরও যদি কোন ত্রুটি দেখা যায় কষ্ট করে পড়বেন। প্লিজ!

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    কখনও কলম দিয়ে কিংবা কবিতার
    ভাষায় অনলাইনে “চলন্তিকায়”

    সুন্দর লিখেছেন। আরো লিখুন

  4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    বেশ ভাল লাগলো
    মুগ্ধতা জানিয়ে গেলাম
    ..
    শুভ কামনা
    ভাল ভাবনার প্রকাশ

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top