Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নামহীন কবিতা

লিখেছেন: সারমিন মুক্তা | তারিখ: ১৪/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 2605বার পড়া হয়েছে।

কত আনন্দ আর ছন্দময় ছিলো সময় গুলো
তুই আর আমি ছিলাম হাসিতে বিভোর,
ভুলে গিয়েছিলাম তোকে ছাড়তে হবে
যেতে হবে বহুদুর,
কাটল যখন ঘোর
অনুভব করলাম দুচোখ জুড়ে
খেলা করছে নোনা জল।
তোকে কিছু বলতে গিয়ে
বলতে পারিনী,
কান্নায় রুদ্ধ হয়ে আসছিলো
আমার কন্ঠসর।
কি অদ্ভুত মায়া জালে জড়িয়ে গেলাম
জানিনা কি দিলাম,
তবে ভাষায় প্রকাশ করতে পারবনা
কি পেলাম।

আমার প্রিয় বান্ধবীকে স্মরন করে লিখা।

২,৫৬৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
UDC Brance Propaitor
সর্বমোট পোস্ট: ৪৮ টি
সর্বমোট মন্তব্য: ১৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০২-১৩ ০৩:২৯:১৬ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    কিছু অনুভুতির আসলেই নাম হয়না

  2. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    নামহীন কবিতায় কারো নাম তো ঠিকই ছাপিয়ে গেছেন গোপনে !
    কাউকে স্মরন করে কিছু লিখায় আবেগ খুব কাজ করে ।
    ভালো লিখেছেন ।

  3. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    নামহীন কবিতা
    এটাই একটা নাম লিখেছেন “সারমিন মুক্তা

    ভালো লিখেছেন ।
    অনুভব করলাম দুচোখ জুড়ে
    খেলা করছে নোনা জল।
    চমৎকার অনুভতি। ভালো থাকবেন কবি ।

  4. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    আপনি লিখেন তো ভালই তবে বানান এবং শব্দ বিন্যাসে আরো মনযোগী হওয়া বাঞ্চনীয়।
    একটু দেখে নিন –
    বানান: বহুদুর>বহুদূর, পারিনী>পরি নি, দুচোখ>দু’চোখ, কন্ঠসর>কন্ঠস্বর, স্মরন>স্মরণ
    এছাড়া শব্দগুলো আলাদা করুণ ও জুড়ে দিন: সময়গুলো, নোনাজল, জানি না, পারব না

  5. সারমিন মুক্তা মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ বুলবুল ভাই

  6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    কিছু অনুভুতির সত্যি তুলনা হযনা
    দারুন কাব্যিকতা ……….

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top