নোটিশ
নামহীন কবিতা
এই লেখাটি ইতিমধ্যে 2605বার পড়া হয়েছে।
কত আনন্দ আর ছন্দময় ছিলো সময় গুলো
তুই আর আমি ছিলাম হাসিতে বিভোর,
ভুলে গিয়েছিলাম তোকে ছাড়তে হবে
যেতে হবে বহুদুর,
কাটল যখন ঘোর
অনুভব করলাম দুচোখ জুড়ে
খেলা করছে নোনা জল।
তোকে কিছু বলতে গিয়ে
বলতে পারিনী,
কান্নায় রুদ্ধ হয়ে আসছিলো
আমার কন্ঠসর।
কি অদ্ভুত মায়া জালে জড়িয়ে গেলাম
জানিনা কি দিলাম,
তবে ভাষায় প্রকাশ করতে পারবনা
কি পেলাম।
আমার প্রিয় বান্ধবীকে স্মরন করে লিখা।
২,৫৬৬ বার পড়া হয়েছে
কিছু অনুভুতির আসলেই নাম হয়না
নামহীন কবিতায় কারো নাম তো ঠিকই ছাপিয়ে গেছেন গোপনে !
কাউকে স্মরন করে কিছু লিখায় আবেগ খুব কাজ করে ।
ভালো লিখেছেন ।
নামহীন কবিতা
এটাই একটা নাম লিখেছেন “সারমিন মুক্তা
”
ভালো লিখেছেন ।
অনুভব করলাম দুচোখ জুড়ে
খেলা করছে নোনা জল।
চমৎকার অনুভতি। ভালো থাকবেন কবি ।
আপনি লিখেন তো ভালই তবে বানান এবং শব্দ বিন্যাসে আরো মনযোগী হওয়া বাঞ্চনীয়।
একটু দেখে নিন –
বানান: বহুদুর>বহুদূর, পারিনী>পরি নি, দুচোখ>দু’চোখ, কন্ঠসর>কন্ঠস্বর, স্মরন>স্মরণ
এছাড়া শব্দগুলো আলাদা করুণ ও জুড়ে দিন: সময়গুলো, নোনাজল, জানি না, পারব না
ধন্যবাদ বুলবুল ভাই
কিছু অনুভুতির সত্যি তুলনা হযনা
দারুন কাব্যিকতা ……….