প্রতীক্ষা
এই লেখাটি ইতিমধ্যে 1797বার পড়া হয়েছে।
তোমার প্রতীক্ষায় আজও আমি ছুটে ছলেছি
পৃথিবীর পথে প্রান্তরে।
তোমাকে খুঁজতে খুঁজতে চলে গেছি
আমি মানব হৃদয় থেকে বহুদূরে।
মনুষ্য মনের সীমানা ছাড়িয়ে
মহাকাশ-মহাশূন্য ছাড়িয়ে
মহাজাগতিক অনুভূতির অন্তরালে।
সময় স্থবির হয়েছিল সেখানে
কাল গিয়ে মিশেছিল মহাকালে।
অপেক্ষার প্রহর আজতক অনেক গুনেছি
চল্লিশটি জানুয়ারী পেছনে ফেলে এসেছি
তবুও এখনও তোমায় খুঁজেই চলেছি।
কতকাল থাকতে হবে অপেক্ষায় আর
কতদূর এ সাঁকো আর কবে হব পার
পারছিনা যে আমি আর।
যে বাস্তবতা এসেছে কল্পনা থেকে
এবং কল্পনা শূন্য থেকে
সেই বাস্তবতা আসলে স্বপ্ন।
আমরা সবাই স্বপ্ন দেখছি এই পৃথিবীতে
স্বপ্নের ভেতরে ঘুমাই
স্বপ্নের মাঝে স্বপ্ন দেখি।
মানুষের জীবন কি সত্য?
মানুষ সত্য হলে জন্ম সত্য হতো
জন্ম সত্য হলে মৃত্যু মিথ্যে হতো
জন্ম আসলে স্বপ্ন
মৃত্যুই চির সত্য, ভাঙ্গবার এ স্বপ্ন।
যে অতীত একদিন ভবিষ্যৎ ছিল
সে ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীতে মিলেছিল
তার সবই স্বপ্ন।
আমি শূন্যতায় তোমাকে চাই
কল্পনায় তোমাকে চাই
বাস্তবতায় চাই, স্বপ্নে চাই
সময়ের স্তব্ধতায়, গভীর মগ্নতায়
মহাকালের নীরব চেতনায়
স্বপ্নের ভেতরের স্বপ্নে তোমাকে চাই
আজও আমি তোমারই প্রতীক্ষায়।
১,৮৮৮ বার পড়া হয়েছে
দাড়ি, কমার ব্যবহারটা আরেকটু খেয়াল রাখলে কবিতাটি পড়তে সুবিধা হতো।
প্রিয় আমির হোসেন ভাই, দাড়ি ব্যাপারটা ঠিক করে দিলাম। শুভকামনা রইল।
একটি কবিতাতে কোন কমা নেই।
প্রিয় আরিফ ভাই, আমার সীমিত জ্ঞানে কমা ব্যবহারের প্রয়োজন দেখতে পাইনি তাই দেইনি। কোথায় কমা প্রয়োজন বলে দিলে ঠিক করে নিতে পারব। শুভকামনা রইল।
একেবারে খারাপ লেখেননি ।