নোটিশ
অপেক্ষা
এই লেখাটি ইতিমধ্যে 5148বার পড়া হয়েছে।
কোথাও কোন দূরভিসন্ধি কোন হতে
অযুত তারকার মতো আলোকবর্তিকা
কেমন যেন মিশে যাচ্ছে মিটমিট করে জ্বলতে থাকা
একটা কুপির সামনে নিমজ্জিত কোন গ্রাম্য বধূর ক্রন্দনরত শিশুর সাথে।
সকালের কুয়াশা ভেঁজা ঘাস মাড়িয়ে প্রতিদিন
যাদের ক্ষুধা জাগ্রত হয় দুয়ারে।
বাঁশঝাড়ের সাদা বক উড়িয়ে নিয়ে যায় আশা নিরাশা।
পিঁচঢালা পথ কাঁপিয়ে তুলে দূরপালার কোচ।
এই বুঝি বধূর শিশুটি
খুশিতে লেটেপুটে যাবে সদ্য ফুটা চাঁদের আলোর সাথে।
কিন্তু!
গাছের ছায়া ভেদ করে উড়ে চলে যায়
বড় বড়
ডানাওয়ালা দু’টি দাঁড় কাক।
৫,২৩০ বার পড়া হয়েছে
ভালই লিখেছেন ।
কষ্ট করে পড়েছেন বলে কৃতজ্ঞতা। ভালো থাকুন।
অপেক্ষার প্রহর যেন শেষ হয় না।
অপেক্ষা জিনিসটা খুব খারাপ। সেটা অনেক দুঃখ দেয়। তাই অপেক্ষা আমার কাছে ভাল লাগে না। তবে আপনি কবিতাটি ভাল লিখেছেন। নিয়মিত লিখবেন।
’’বাঁশঝাড়ের সাদা বক উড়িয়ে নিয়ে যায় আশা নিরাশা।’’
দারুন।
ছবিটির দিকে তাকালে মনে হয় দুইটি পাখির ছানা ও তিনটি পাখি উড়ছে। আবার একটু ভিন্ন দৃষ্টিতে তাকালে মনে হয় একটি নারীর ছবি। বাহ চমৎকার একটি ছবি নির্বাচন করেছেন ফয়েজ ভাই।
সুন্দর একটি ছবি নির্বাচন করায় আপনাকে ধন্যবাদ। কবিতাটি ও দারুন।
ভাল লাগল,খুব ভাল।
কবিতাটি অসাধারণ হয়েছে !
শুভ কামনা করছি ।
দারুণ একটি কবিতা পড়লাম ।