Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অপেক্ষা

লিখেছেন: আহমেদ ফয়েজ | তারিখ: ০১/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 5148বার পড়া হয়েছে।

1361555628

কোথাও কোন দূরভিসন্ধি কোন হতে
অযুত তারকার মতো আলোকবর্তিকা
কেমন যেন মিশে যাচ্ছে মিটমিট করে জ্বলতে থাকা
একটা কুপির সামনে নিমজ্জিত কোন গ্রাম্য বধূর ক্রন্দনরত শিশুর সাথে।
সকালের কুয়াশা ভেঁজা ঘাস মাড়িয়ে প্রতিদিন
যাদের ক্ষুধা জাগ্রত হয় দুয়ারে।
বাঁশঝাড়ের সাদা বক উড়িয়ে নিয়ে যায় আশা নিরাশা।
পিঁচঢালা পথ কাঁপিয়ে তুলে দূরপাল­ার কোচ।
এই বুঝি বধূর শিশুটি
খুশিতে লেটেপুটে যাবে সদ্য ফুটা চাঁদের আলোর সাথে।

কিন্তু!
গাছের ছায়া ভেদ করে উড়ে চলে যায়
বড় বড়
ডানাওয়ালা দু’টি দাঁড় কাক।

 

৫,২৩০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখির জন্য কাজ করি। পড়ি। লিখি। লেখা হয় কিনা জানি না। কাজ করছি একটি এনজিওতে। এছাড়া পাক্ষিক সময়ের বিবর্তন’র সহকারি সম্পাদক হিসেবে কাজ করছি প্রায় ১০ বছর ধরে।
সর্বমোট পোস্ট: ৩০ টি
সর্বমোট মন্তব্য: ২৭৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০৫ ১৩:২০:৫৮ মিনিটে
banner

১০ টি মন্তব্য

  1. মোঃ ওবায়দুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    ভালই লিখেছেন ।

  2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    অপেক্ষার প্রহর যেন শেষ হয় না।

  3. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    অপেক্ষা জিনিসটা খুব খারাপ। সেটা অনেক দুঃখ দেয়। তাই অপেক্ষা আমার কাছে ভাল লাগে না। তবে আপনি কবিতাটি ভাল লিখেছেন। নিয়মিত লিখবেন।

  4. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

    ’’বাঁশঝাড়ের সাদা বক উড়িয়ে নিয়ে যায় আশা নিরাশা।’’
    দারুন।

  5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    ছবিটির দিকে তাকালে মনে হয় দুইটি পাখির ছানা ও তিনটি পাখি উড়ছে। আবার একটু ভিন্ন দৃষ্টিতে তাকালে মনে হয় একটি নারীর ছবি। বাহ চমৎকার একটি ছবি নির্বাচন করেছেন ফয়েজ ভাই।

  6. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    সুন্দর একটি ছবি নির্বাচন করায় আপনাকে ধন্যবাদ। কবিতাটি ও দারুন।

  7. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল,খুব ভাল।

  8. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    কবিতাটি অসাধারণ হয়েছে !
    শুভ কামনা করছি ।

  9. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    দারুণ একটি কবিতা পড়লাম ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top