Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

রক্তঋণ

লিখেছেন: সাঈদুল হাসান | তারিখ: ০৫/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 2087বার পড়া হয়েছে।

ফুল তুলতে গেলে রক্ত দান করতে হয়
জলে সাঁতার দিতে গেলে কাপড় ভেজাতে হয়
ফল পেতে গেলে বীজ রোপন করতে হয়
মাটি কর্ষণ করলেই তবে উর্বর হয়, তা
হৃদয় পাতলে কি ভরে দিতে পারবে ?
– তুমি চাইলে পারব না দিতে এমন জিনিস
খুব কমই আছে , আমি জানি হাত পাতলে হাত মেলে
বুক পাতলে বুক মেলে
পিঠ দিলে পিঠ মেলে
ভালোবাসি একথাটি পারব না যেতে ভুলে ।

২,১৪৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
শুধুই তো নিয়ে যাচ্ছি,দেবার কথা তো ভাবতে হবে, ঋণী হয়ে তো আর মরতে চাইব না, তাই ঋণ শোধের এই সামান্য প্রয়াস
সর্বমোট পোস্ট: ৪৪ টি
সর্বমোট মন্তব্য: ৭৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৯ ০৭:০৪:০৯ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. আলামগীর কবির মন্তব্যে বলেছেন:

    লিখতে থাকুন। নিশ্চয় আগামীতে আরও ভাল লিখবেন।

  2. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

    ভালো লেগেছে আপনার লেখা। আশা করি লেখা অব্যাহত রাখবেন। আপনার লেখার ট্যাগ দিয়েছেন-বিবিধ। এটাতো সুন্দর একটা কবিতা। ট্যাগটাটি বদলানো যায় না ?

  3. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    ভালোবাসি একথাটি পারব না যেতে ভুলে।–সুন্দর লাগল আপনার কবিতা।

  4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    চমৎকার লিখেছেন ,
    খুব ভাল লেগেছে।

  5. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

    “মাটি কর্ষণ করলেই তবে উর্বর হয়, তা
    হৃদয় পাতলে কি ভরে দিতে পারবে ?”

    ভাল লাগল

  6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    ফুল তুলতে গেলে রক্ত দান করতে হয়
    জলে সাঁতার দিতে গেলে কাপড় ভেজাতে হয়
    ফল পেতে গেলে বীজ রোপন করতে হয়
    ——————————-
    একদম ঠিক কথা।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top