সম্পাদকের কৈফিয়ত
এই লেখাটি ইতিমধ্যে 1859বার পড়া হয়েছে।
প্রিয় লেখক বন্ধুরা
চলন্তিকাকে আপনারা যে ভাবে নিজেদের করে নিয়েছেন তাতে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কিছুদিন ধরে পয়েন্ট সিস্টেম নিয়ে বেশ কথা হচ্ছে।
কেউ কেউ বলছেন যে পয়েন্ট সিস্টেমে আমরা সেরা লেখক নির্বাচন করছি। কথাটি সঠিক নয়। বন্ধুরা, পয়েন্ট সিস্টেমে আমরা যাদের পুরুস্কার দিব তাদের কিন্তু লেখক হিসাবে পুরুস্কার দেওয়া হচ্ছে না। আমরা তাদের বলছি প্রদায়ক। এর ইংরেজি শব্দ হচ্ছে contributor। আমাদের এখানে যে বন্ধুরা পুরো মাস ধরে বিভিন্ন লেখা লিখলেন, অপরের লেখাতে মন্তব্য করলেন, তাদের উৎসাহ দেবার জন্যই এই সেরা ৩ প্রদায়ক পুরুস্কার। এর সাথে সেরা সাহিত্যিক, সেরা লেখার কোন সম্পর্ক নাই।
এ ছাড়া লেখার গুনগত মানের উপর ভিত্তি করে সেরা সমালোচক, সেরা উত্তরকারী, সেরা লেখার সেরা লেখক পুরুস্কার দেওয়া হবে, যার সাথে পয়েন্ট সিস্টেমের কোন সম্পর্কই নাই। আশা করি এখন অনেকের ধারণা কেটে যাবে যে চলন্তিকা পয়েন্ট সিস্টেমে লেখক নির্বাচন করছে।
আপনাদের প্রতি আবারো কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।
বিনীত
সম্পাদক
চলন্তিকা
২,০১৮ বার পড়া হয়েছে
পয়েন্ট পদ্ধতির আসল উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি কিন্তু অন্যরা কেন বুঝতে পারছে না তা আমার বুঝে আসে না।
আমারও এটাই কথা ।
প্রিয় সম্পাদক কিছু বিষয়ে পরিবর্তন আনতেই হবে..
পুরুস্কারটি ফেলেক্সিলোড বেমানান তাই এর পরিবর্তন চাচ্ছি…
আর হা পবিত্র ঈ-দুল আযহাতে আশা করি চলন্তিকার পক্ষ থেকে একটি ই-বুক তৈরি করা হবে এটি আমার প্রস্তাবনা)
বিষয়টা বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে সম্পাদক সাহেব,
পয়েন্ট সিস্টেমেরর ব্যাপরটি বুঝলাম।
সুন্দর লিখেছেন তো !
অসংখ্য অসংখ্য ভাল লাগা জানিয়ে দিলাম ।
মোছাদেক ভাই র সাথে সহমত