Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমার ভবদেশ ও আমার ইহলৌকিক শখ আহ্লাদ

লিখেছেন: নিঃশব্দ নাগরিক | তারিখ: ০৭/০১/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1223বার পড়া হয়েছে।

এদেশবাসীর মতো দুর্ভাগা মর্তে আর আছে কিনা আমার সন্দেহ । জমিনে হাসিনা-খালেদা, আসমানে নরক । ইহকালে হাসিনা-খালেদার শাসন, পরকালে পাপের প্রায়শ্চিও ।এরচেয়ে বড়, ভয়ংকর আমাদের জন্য আর কি হতে পারে? আমরা এ জগতের নিকৃষ্ট জনগন আর পরজগতের উৎকৃষ্ট পাপী হয়ে বিধাতা সম্মুখ চোখ তুলে বসে আছি । একদিন বিধাতা নামবেন এ ধরাতে । সকল অন্যায় অনাচারের অবসান হবে, আর আমরা সুখনিদ্র যাবো । পরকাল অনিশ্চিত হলেও ইহকালে কিছু শান্তি নিয়ে ইহধাম ত্যাগ করবো । কিন্তু বিধাতা নামেন না । আমাদেরও ক্লান্তির শেষ হয় না ।

আমাদের সুখ কোথাও নাই । স্বয়ং বিধাতাও আমাদের উপর কেন জানি বিরাগভাজন হয়ে উঠেছেন । শীতে শীত দেন’তো, গরমে কলিজা ফাঁটা রোদ দেন । ফল দেন’তো ফলে বিষ মারার উপকরনও দেন । খাদ্যশস্য দেন’তো রাসায়নিক আর্তনাদও দেন । অসুস্হতায় চিকিৎসক দেন’তো লম্বা লম্বা ফর্দ আর নানান কিছিমের ডায়াগনসিস দেন । কোন পুরুষের পাপ নিয়ে কোন অলুক্ষনে এমন ভবদেশকে বেছে নিয়েছিলাম কে জানে? পুর্নমূল্যায়নের একটা সুযোগ রাখলে এই ছোট্র ভূ-খন্ডের উপর আদমের চাপাচাপি অনেকখানি লাগব হতো ।

আমি প্রায়ই জ্ঞাতে অজ্ঞাতে বলি দুবাই যাব । প্রথম প্রথম এমন অহেতুক উক্তির কোন কারন নিজেই খুঁজে পেতাম না । ইদানীং কিছু যুক্তি খুঁজে পাচ্ছি । আমরা এই ভবদেশে পড়ে ইহকাল পরকাল হারাব আর আরবের আমির’রা গুলা কয়েক ইয়া হাবিবি (নর্তকী) নিয়ে গলায় সুরা ঢালবেন । একদিকে আশরাফি (স্বর্নের মুদ্রা) ছিটাবেন অন্যদিকে বেহেশতখানায় প্রথম শ্রেনীর আসন নিয়ে বসে পড়বেন । আর আমি মিন্টু ইহকালে হাসিনা-খালেদার কাছে জীবন বন্ধক দিব আর পরকালে চতুর্থ শ্রেনীর আদম হয়ে আগুনে পুড়ব এ হয় না ।শখ আহ্লাদ আমারও আছে ।

 

……………নিঃশব্দ নাগরিক ।

১,১৮৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
an impossible one with the maximum possibility to be a possible one.
সর্বমোট পোস্ট: ১২৬ টি
সর্বমোট মন্তব্য: ৩১৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-৩১ ১৭:৪৬:৩৭ মিনিটে
banner

২ টি মন্তব্য

  1. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

    আমি প্রায়ই জ্ঞাতে অজ্ঞাতে বলি দুবাই যাব । প্রথম প্রথম এমন অহেতুক উক্তির কোন কারন নিজেই খুঁজে পেতাম না । ইদানীং কিছু যুক্তি খুঁজে পাচ্ছি । আমরা এই ভবদেশে পড়ে ইহকাল পরকাল হারাব আর আরবের আমির’রা গুলা কয়েক ইয়া হাবিবি (নর্তকী) নিয়ে গলায় সুরা ঢালবেন । একদিকে আশরাফি (স্বর্নের মুদ্রা) ছিটাবেন অন্যদিকে বেহেশতখানায় প্রথম শ্রেনীর আসন নিয়ে বসে পড়বেন । আর আমি মিন্টু ইহকালে হাসিনা-খালেদার কাছে জীবন বন্ধক দিব আর পরকালে চতুর্থ শ্রেনীর আদম হয়ে আগুনে পুড়ব এ হয় না ।শখ আহ্লাদ আমারও আছে ।

    ওহ মাই গড।শখ আহলাদ তো আমার ও আছে।হাসিনা খালেদারে আমি ও তো জীবন বন্ধক দিইনি ।ষোল কোটি মানুষ ও দেয়নি।একটা কাজ করিনা কেন ..আমরা কেন দেশ ছাড়ি ..ওরা চলে যাকনা ..শেখদের সাথে বেশ গলাগলি করে থাকুক ..না? এই দেশে অধিকার আমাদের বেশী অসৎ নেতাদের চেয়ে ।

    বরাবরের মত ই বিনোদন পেলাম আপনার লেখায় ।ধন্যবাদ নিঃশব্দ নাগরিক।ভাল থাকুন ..কেমন।

  2. নিঃশব্দ নাগরিক মন্তব্যে বলেছেন:

    আনন্দ পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top