নোটিশ
কবিতার গন্ধ
এই লেখাটি ইতিমধ্যে 1632বার পড়া হয়েছে।
খবরের কাগজে পেট্রোল ঢেলেছি,
আর কবিতা? তার গন্ধটাও আজকাল বাজে লাগছে,
কী লিখবে আজ ওরা?
নেই বর্নমালা, নেই খাতা-
নেই কোন ডাইরির ছেরা পাতা।
ছাত্রটা চাচ্ছে বসে থাকতে,
অন্য ছাত্র চাচ্ছে তাকে টেনে নামাতে,
দুজন মিলে কষাকষি,
মাঝখানে আমি আপনি, কুদ্দুস পীর,
দেখছি অবরোধ আর পেট্রোল বোমার ঘসাঘসি।
একজন করছে উন্নয়ন,
অন্যজন হচ্ছে হুকুমের আসামি।
কেউবা দিচ্ছে হাততালি,
যখন দেয় দেশদ্রোহিদের গলায় ফাঁসি।
১,৬০৩ বার পড়া হয়েছে
বেশ ভাল হয়েছে – স্বচ্ছন্দ প্রকাশ, ভাল লাগল।
বানানে আর একটু নজর দিতে হবে। শুভেচ্ছা ক্ষুদে কবিকে –
হুম। করার কিছুই নাই আমাদের।
লেখা সুন্দর হয়েছে।
//খবরের কাগজে পেট্রোল ঢেলেছি,
আর কবিতা? তার গন্ধটাও আজকাল বাজে লাগছে,
কী লিখবে আজ ওরা?
নেই বর্নমালা, নেই খাতা-
নেই কোন ডাইরির ছেরা পাতা।//
একদম সত্য কথা।
ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো।
ভাই আমরা টানাটানির মাঝখানে পড়েছি।