Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মনে রাখিস

লিখেছেন: ঘাস ফড়িং | তারিখ: ১৯/০২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1600বার পড়া হয়েছে।

অনেকদিন পরেও কিন্তু আমায় মনে রাখবি।
সিগারেটের প্যাকেট মোড়ানো কাগজের মত আমায় মনে রাখিস,
আমায় মনে রাখিস মদের বোতলে,
মনে রাখিস গীটারের তাঁরে।
মনে রাখিস ক্যাম্পাসের দেয়ালে লেখা তোর ক্ষুদে চিরকুটে,
মনে রাখিস কফির মঘে সদ্য দেয়া চুমুতে।

যদি ইচ্ছে হয় আমায় নিয়ে লিখিস,
আমায় নিয়ে লিখিস গদ্য, পদ্য, উপন্যাস।
কিংবা লিখিস হাংরী জ্যনারেশান এর ইতিহাস।
যদি ইচ্ছে হয় আমায় নিয়ে লিখিস হৈমৈন্তী থেকে প্রিতিলতা,
কিংবা সূনীল থেকে সূর্যসেন।

ইচ্ছে হয় যদি আমায় অনুভব করিস,
কাছে ডাকিস, অনুভব করিস বেঁকে যাওয়া সরল রেখার মত।
অনুভব করিস গ্রীষ্মের প্রখর রোদে,
কিংবা শ্রাবণের সদ্য ভেজা পিচ্ছিল পথে।
যেখানে আঁকা বাঁকা পথ বায়না ধরে!
বায়না ধরে লাজে মরে যাওয়া নব বঁধুর মত।

মনে রাখবি সন্ধার আড্ডায়,
মনে রাখবি মনের চিলেকোঠায়।
একদম ভুলে যাবিনা খবর্দার!

১,৫৫৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
I'm one of between you and he.
সর্বমোট পোস্ট: ১১৯ টি
সর্বমোট মন্তব্য: ৯৬৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৮ ১৩:১৯:৫৬ মিনিটে
banner

২ টি মন্তব্য

  1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    বেশ সুন্দর কাব্যিক প্রকাশ – ভাল লাগল কবি
    শুভেচ্ছা জানবেন।

  2. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    মনোরম লেখা, ভালো লাগলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top