সম্মিলিত লেখক জোট
এই লেখাটি ইতিমধ্যে 1932বার পড়া হয়েছে।
শুদ্ধ সাহিত্য চর্চা নিশ্চিত করতে সমমনা সাতটি সাহিত্য ব্লগ নিয়ে গঠিত হয়েছে সম্মিলিত লেখক জোট। সংগঠনের নামকরণ চূড়ান্ত করা না হলেও কবি ও গীতিকার নাসির আহমেদ কাবুলকে আহ্ববায়ক ও আরও ছয়জনকে সদস্য করে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। সভায় আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র তৈরি ও চূড়ান্ত কমিটির নাম ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন : লেখক ও কবি নীলসাধু, কবি হামিদ আহসান, লেখক মুহাম্মদআনোয়ারুল হক, কবি রুদ্র আমিন, কবি প্রলয় সাহা, শিপু ও তরুণ লেখক নীলকণ্ঠ জয়।
সভায় নীলসাধু, হামিদ আহসান ও মোহাম্মদ আনোয়ারুল হককে আগামী এক মাসের মধ্যে গঠনতন্ত্রের খসড়া রচনার জন্য দায়িত্ব দেয়া হয়। জোটবদ্ধ সাতটি সাহিত্য ব্লগ হচ্ছে : ঘুড়ি, বন্ধুব্লগ, চলন্তিকা, চয়নিকা, সোনেলা, নক্ষত্র ও জলছবি বাতায়ন।
প্রস্তাবিত এই জোট নিয়মিত সাহিত্য পত্রিকা প্রকাশ, সদস্যদের প্রকাশিত বইয়ের বিক্রয়ের লক্ষ্যে ভ্রান্যমাণ বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা, নিয়মিত সাহিত্য সভা ও সেমিনারসহ একুশে গ্রন্থমেলায় সম্মিলিত কর্মসূচি গ্রহণ ছাড়াও মানবিক এবং সামাজিক কার্যক্রমে একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়।
সভায় সমমনা সাহিত্য ব্লগগুলোকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি প্রগতিশীল কবি ও লেখকদের সংগঠনের সদস্য হওয়ার অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, জোটবদ্ধ সাহিত্য ব্লগের যে কোন একটিতে নিবন্ধনকৃত কবি ও লেখকরা প্রস্তাবিত জোটের সদস্যপদ লাভ করতে পারবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আগামী ২২ মে, শুক্রবার বিকাল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। এতে আগ্রহী সাহিত্য ব্লগ ও সদস্য হতে আগ্রহী লেখকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
-সংবাদ বিজ্ঞপ্তি
১,৯১৮ বার পড়া হয়েছে
সাথেই আছি
দারুণ উদ্যোগ । অবশ্যই একসাথে থাকার ইচ্ছে পোষণ করছি । কিন্তু এখনো পর্যন্ত আমার যা পরিস্থিতি তাতে ২২ তারিখ যে থাকাটা প্রায় অসম্ভব ! অন্য কোনদিন কিংবা মোবাইলে কি সদস্যপদ গৃহীত হবে ?
আগামী ২২ মে, শুক্রবার বিকাল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে আমি থাকবো ।
ভালো উদ্যোগ …
আমি এই সাতটি ব্লগের ভেতর চারটির সদস্য …
ব্লগগুলো কি আলাদা আলাদা ব্লগ হিসাবেই থাকবে না মারজ হবে ?
বস খুব ভালো লাগলো