ঘুম নেই আমার, অনেকদিন ঘুমাই না,
অনেক রাত, সেদিন স্বপ্ন দেখার পর,
আর তা শুধুই ছায়া ছিল।
আমি কাঁপছি, শীতার্ত শিয়ালের মত,
আর দেখছি-
উলঙ্গ চাঁদের আলোয় নিজেকে কেমন লাগে।
কেমন লাগে ভাবছি,
শুধ ভাবছি- কোন এক বিলুপ্ত সভ্যতার প্রাচীরে নিজেকে
মৃত্যুচাপা গোঙানিতে ঝুলিয়ে রাখলে কেমন লাগবে?
জানি
সর্বমোট মন্তব্য: ৯৬৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৮ ১৩:১৯:৫৬ মিনিটে
ক্যারিবিয়ান দীপপুঞ্জের ডাকাতদের ভয় উপেক্ষা করে,
মহারাণীর ডাকে সারা জাগিয়ে
দিকবিজয়ী হালছাড়া নাবিক কলম্বাস যখন
ভুল করে ওয়াশিংটণের বন্দরে নোঙর না ফেলে,
কোন এক নিশীথেের অন্ধকারে –
অশোকের ধূসর জগতে’র প্রবেশদারে এসেছিলেন,
তোমার মন জয় করতে-
বালিকা,
তোমার “না” ‘অব্যয়’টি তখন কাস্টমসের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল।
এই আমি লিখে দিলাম।
০২-১০-২০১৫
রাত
মাঝে মাঝে খুব কষ্টরা ভিড় করে এখানে
কান্না চাপা গোঙানিতে,
কিছু বেধে রাখা কষ্টের মেলা
যখন তাদের উপহাসের ঘন্টা বাজে
তখনি তারা এখানে নন্দিত জল্লাদ সাজে
কিছু স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত কষ্ট করেই যাচ্ছি
তারাও সেই নন্দিতদের কেউ একজন।
আবার যখন আলো এসে ভিড় এখানে
তখন তারাও হাসে
অট্ট হাসিতে
একজন কবি রাষ্ট্রনায়ক হলে
সকল আগ্নেয়াস্ত্র ফেলে
হাতে তুলে নিবে কবিতার বই
আর লিখবে, “এ মিশন অফ সানশাইন”
রাজনীতি হচ্ছে দর্শন। তাতে লেখালেখি কোন বাধা নয়। একজন কবির মনে ভাবনা থাকে কিভাবে সাজাতে হয়। আমার মনে হয় বরনঢালা সাজাতে কোন রমনী কে না
বিস্তারিত পড়ুনইচ্ছে যদি হয় আমায় ডেকো
ইচ্ছে যদি হয় অনুরাগে একলা থেকো
ইচ্ছে হলে প্রেম দিও
মনের বাসনা পূরন করে চিঠি লিখো
ইচ্ছে যদি হয় আমায় খুঁজে নিও।
ইচ্ছে হলে বায়না ধরো
ইচ্ছে হলে ভালোবেসো
নিজেকে নিয়ন্ত্রণ করো
মনের দরজা খুলে কাছে এসো।
আমি একা দাঁড়িয়ে চৌরাস্তায়,
মাথার উপরে বিশাল আকাশ,
মৃদু বাতাসে চুল উড়িয়ে নেয়ার মত-
রাত বাড়ছে, কাল রাত, জীবনের রাত,
আধার হচ্ছে ঘন-কালো।
ভিষন্ন মন, কিছু স্বপ্নের হাতছানিতে-
সিদ্ধান্ত হীনতায় ভোগা।
তুমি নেই তাই একা দাঁড়ানো,
নীল আধারে মহাশূন্য,
এ জীবনে একবার ইচ্ছে হয়েছে –
গাঙচিল হবো, বিকেলের আকাশে উড়ে
রুপালি মানবী,
বটবৃক্ষের তলে যখন তোমাকে দেখেছে
ট্রেনের কামড়ায় বসে থাকা যুবকের চোখে।
তার কল্পনায় জানালা দিয়ে উকি মেরে
ঐ দূরের গ্রামের সবুজ ঘাসের উপর- হেটে বেড়ানো মেয়ে,
যার পড়নে রুপার নীল শাড়ি,
লাল ফিতায় বাধা চুল,
কপালে মাধ্যমিকের বায়না ধরা অবুঝ বালিকার কালো টিপ
আর নগ্ন নির্জন
তুমি ঠোট,
আমি আড্ডা জমাই ঠোটের ডগায়।
তুমি ঘুম,
আমি জেগে থাকি।
তুমি ঘুম,
আমি স্বপ্ন দেখি।
তুমি আকাশ,
আমি ঘুড়ির সিঁধকাটি।
তুমি নীহারিকা,
আমি ভিনদেশী তারা খুঁজি।
তুমি সবুজ অরণ্য,
আমি আশ্বিনের শিউলি ফুল।
তুমি নীল আকাশের ঘুড়ি,
আমি ঘাস ফড়িং হয়ে নীলাকাশে উড়ি।
কুমিল্লা, ১৭/০৪/১৫
বিস্তারিত পড়ুনপ্রতিবাদি বিষ্পোরিত জনতার মঞ্চে
রমনার বটমূলের কংক্রিটের উপর দাড়িয়ে
ইলিশ আর পান্তা খেকুর উচ্ছাস
ঘোমরা মুখে বাঙ্গালিয়ানায় মাইকেল এঞ্জেলা,
মহারাণী ভিক্টোরিয়ারর তীব্র নিন্দাপাত।
রঙে রঞ্জিত মুখে সিঁদুর লাগিয়ে
নন্দিদ হবে গুপ্তচোর জল্লাদ
পুরানা দিনের গ্লানি মূছিয়ে
সংকির্ণতার ছুটি দিবে ধূয়ে সব পাপ।
নগ্ন পায়ে শিকল আর গোঙ্গর লাগিয়ে
মঞ্চে উঠবে
প্রিয় বৃষ্টিলীনা,
তোমার চিঠি পেয়েছি দশদিন হল। কিন্তু পড়া লেখা আর
নানাবিধ ব্যস্ততারর কারনে তোমায় ফিরতি চিঠি দিতে দেরি হল।
যে সময়টাতে তোমাকে লিখতে বসলাম। সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল, কিছুক্ষন আগে বাসায় এলাম। সদ্য ভেঁজা পিচঢালা পথ লাজে মরে যাওয়া অভিমানী নবধূর মত
তারপর কেটে গেলো কতটি বছর
পেড়িয়ে গেলো যুগ,শতাব্দী।
শুধু তোমাকে একঝলক দেখা হলনা।
দেখিনি আমিও সেই অবুঝ নাবিকদের মতন,
তোমার হাঁসিফোটা মুখ।
কাজল কালো চোখ, বাবরী দোলানো চুল।
দেখেছি পড়ন্ত বিকেলের সূর্যাস্ত,
জোৎস্না বিলাস কিংবা নীহারিকাপুঞ্জের প্রণয়।
আরো দেখিছি তোমার ছলনা দুচোখ ভরে।
তা দেখতে দেখতে আজ ছলনাই প্রিয়
চল সখি প্রণয় করি
আয় আরো কাছে আয়
পাগল করা হাঁসি দে
আয় কাছে এসে বস।
আজ প্রণয় হবে নখের ডগায়
আদরের হাত উঠবে তোর চুলে
লম্বা চুলের বেণীর মাঝে
লুকিয়ে থাকবে প্রণয়।
আজ প্রণয় হবে কাগজে কলমে
প্রেমের হিসাব কষবো দুজনে
ইচ্ছের যোগান মিলবে ভারি
মিটিয়ে দেবো তোর সব লেনদেন।
দেখ
বিস্তারিত পড়ুন
সর্বশেষ ১০টি মন্তব্য