শিরোনামহীন
মিলন বনিক
হয়তো অনেক কিছুই
নয়তো কিছুই নয়,
শিরোনামহীন ভালোবাসায়
কবিতার প্রয়োজনে গড়ে তুলি
আবেগের প্রাসাদ।
এতকাল বলা হয়নি তো কী হয়েছে?
এই অবেলায় যদি
তপ্ত দুপুরে রৌদ্র¯œান করি,
রাত্রির সুপ্ত নীরবতায় যদি,
জোৎ¯œাজলে অবগাহন করে সূচী হই,
তবে এ পৃথিবীর কোথাও কী
বইবে না এতটুকু সুখের বাতাস?
আঁধারের বুক ছিড়ে
নিশ্চয় হাসবে এতটুকু
সর্বশেষ ১০টি মন্তব্য