রুমা,
আজ তুই নেই তোর সেই দু মাস বয়সের ছেলেটা ৬ মাসে পা দিলো। জানিস ও যখন আমাদের কোলে আসে তখন মনে হয় কত কালের চেনা একটা মুখ। অকালে চলে যাবি এটা ভাবি নাই কখনো। এমন তো
সর্বমোট মন্তব্য: ১৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০২-১৩ ০৩:২৯:১৬ মিনিটে
বহু দিন পর বহু কাল পর
অপেক্ষার প্রহর শেষে
হয়তো পেলাম তোকে,
যেমন করে চেয়েছি
পাইনি তেমন করে,
ঘরে ফিরেছিস ঠিক
তবে অন্য ঘরে,
তোর কি মনে পরে
কত সকাল কত দুপুর
কেটে যেতো
শুধু আমার অপেক্ষার প্রহর গুনে।
তুইতো দিব্বি আছিস সুখে
কত হাসি উপচে পড়ছে তোর চোখে।
তুই অধরা আকাশ
তোর ঘরে
কি থেকে কি হয়ে গেলো জানা নাই
বুকের পাজরে জমে থাকা কাস্ট গুলি
রাখার জায়গা নাই।
শুরুটা কত মধুর ছিলো
আর আজ কি হয়ে গেলো।
এমনতো কথা ছিলো না
তবে কেন তুমি ফিরেও তাকালে না।
তুমি দেখতে একটু কালো ছিলে
কিন্তু আমার চোখে তুমি
মেঘলা আকাশ ছিলে।
যে আকাশের দিকে
এক জীবনের কত চাওয়া
চাইলেই সব হয়না পাওয়া,
আমার মত এমন করে
বাসবে ভাল কে তোরে।।
চাইলেই কি যায়রে ভোলা ভালবাসার নাম
ভালবেসে প্রতিদানে পেয়েছি বদনাম
কি কারনে এমন করে
ভুলে গেলি চিরতরে
ফেলে গেলি স্মৃতি নামের
নিষ্ঠুর েএক আতুর ঘরে।।
আমি ভুলে যাব সব ব্যাথা
বলিস যদি একটু কথা
জানি আমি
অপেক্ষা বড় কস্টের আমি তা বুঝি
কারন অধির অপেক্ষায় আমি তোমাকে খুজি
তোমাকে পাবো বলে দু হাত দিলাম বাড়িয়ে
তবু ও তুমি নির্বাক ভঙ্গিতে রইলে দাড়িয়ে।
সব ভুলে বলেছি নিজের অভিলাস
কথা শুনে হেসেছো করোনী বিশ্বাস।
দেবদাসকে পাবার জন্য কত কেদেছে পার্বতী
দু হাতে করেছে মিনতী।
আমি ও
আজ নিজের কথা বলবো বলেই রাত জেগে থাকা। আমার নামের পাশে যে নাম টা লিখা শারমিন ও আমার বেস্ট ফ্রেন্ড না ও আমার কলিজার টুকরো। ওকে ছাড়া আমি ভাল থাকতে পারিনা। বেশি কিছু না একটু কথা বলতে চাই ওর সাথে
বিস্তারিত পড়ুনকোন কারন ছাড়াই ভুলে গেছিস
অথচ তুই বলতি
তোকে ভুলা যায়না।
জানি না সুখে আছিস কিনা
হয়তো আছিস সুখে
তাইতো আমায় গেছিস ভুলে।
একটা সময় ছিলো
আমার একটু কল দিতে দেরি হলে
অভিমানে তুই থাকতি ফুলে।
অথচ সেই তুই কি করে আছিস
কে তোকে বদলে দিলো
সময় নাকি চার পাশ?
যদি সময়
বলেছিলে কোন এক নিরব লগ্নে
তুমি বদলাবে না
বদলাবে না কোন মুহুর্তে।
পৃথিবী বদলে যাবে
তারপর ও বদলাবেনা তুমি
কারন তোমার পৃথিবী নাকি আমি।
অথচ সেই জায়গা
সেই আমি সব একি আছে,
পৃথিবীর তার গতিতেই চলছে।
দিনের শেষে রাত
আর রাতের শেষে দিন আসছে।
শুধু তুমি বদলে গেছো
ভুলে গেছো অতিত,
নিভিয়ে দিয়েছো
আমি এ জনমের পর
স্রস্টার সমুখে দাড়িয়ে
আর একটা জনম চাইব!
নত শিরে জোড় হাতে
আমি করবো মিনতি,
বলব- আমি আর একটা জনম চাই
শুধু তোমার অপেক্ষায় থেকেছি বলে,
তোমার ক’টা কথা
আমায় করেছে বোবা,
তোমার কিছু হাসি
আমায় করেছে গোমড়া,
তোমার দেয়া স্বপ্ন
আমায় করেছে অন্ধ।
তোমার এই চলে যাওয়া
থমকে দিয়েছে আমার
কত আনন্দ আর ছন্দময় ছিলো সময় গুলো
তুই আর আমি ছিলাম হাসিতে বিভোর,
ভুলে গিয়েছিলাম তোকে ছাড়তে হবে
যেতে হবে বহুদুর,
কাটল যখন ঘোর
অনুভব করলাম দুচোখ জুড়ে
খেলা করছে নোনা জল।
তোকে কিছু বলতে গিয়ে
বলতে পারিনী,
কান্নায় রুদ্ধ হয়ে আসছিলো
আমার কন্ঠসর।
কি অদ্ভুত মায়া জালে জড়িয়ে গেলাম
জানিনা কি
তুই আমি অনেক দুরে
তবু যেন আছিস ঘিরে।
বার বার যাই ফিরে
স্মৃতির অতলে।
হয়তো হবে দেখা হয়তো বা না
তারপর যায়না ভুলা স্মৃতি ডালা।
সব কিছু কি ভুলা যায়
স্মৃতি তো নয় যেন
মিশে আছি তোর মায়ায়।
তোর হাসি, তোর বোল
যেন মায়া অবিচল।
হয়তো তোর চোখে
আমি অনেক অপরাধি।
তার পর তোকে নিয়ে
অবুঝ মন সুখে ঘর বাধি।
মেনেছি না মানা কত অনুরোধ
আর সেই তুই নিয়েছিস
অজানা এক প্রতিশোধ।
তোকে ভালবাসি বলেই
করছি না ঘৃনা,
পারছিনা মানতে
তোর অবহেলা।
তুই কি কখন ভেবেছিস
আমার মত করে?
কেন অতলে হারাই
শুধু তোকে ভেবে?
সর্বশেষ ১০টি মন্তব্য