অমানুষ
জাফর পাঠান
তুই- বিশ্ব চরাচরের- ভ্রষ্ট দুরাচার
তুই মানবকুলের নচ্ছার হতচ্ছাড়,
তুই বিষ্ঠা-নর্দমার কীট-তুই উচ্ছিষ্ট
গুছানো বসুন্ধরার তুই এক পাপিষ্ট,
অঙকুরিত কলির তুইতো মহাকুষ্ট
চলমান মহাবিশ্বের জঘন্য অনিষ্ট।
সাজানো উদ্যানকে- করছিস ধ্বংস
কেড়ে নিচ্ছিস কারো ভবিষ্যৎ বংশ,
কারো স্বপ্নকে- ভেঙ্গে
সর্বশেষ ১০টি মন্তব্য