হাসো –
প্রিয়তমা একবার হাসো
ঠোঁটের ফাঁকে চিড়ল দাঁতের মুক্তোর মালা
ধার দাও কিছু শুভ্রতা – চাঁদের কাছে
আজন্ম কলঙ্ক দাগ মুছে যাক চাঁদের
জ্যোৎস্নায় আলোকিত হোক মায়ার ভুবন।
সূর্যের আলোহীন চাঁদের অপর পিঠে নাকি আঁধার
হাসির আড়ালে তবে তোমার কি যেন থাকে
রাগ – অনুরাগ প্রেম; সুখ
সর্বশেষ ১০টি মন্তব্য