ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট!
এই লেখাটি ইতিমধ্যে 37969বার পড়া হয়েছে।
চলন্তিকা ব্লগে (http://cholontika.com/blog/) ফেব্রুয়ারি ২১, ২০১৬ থেকে আগস্ট ২০, ২০১৬ পর্যন্ত এই ছয় মাসে যারা সব মিলিয়ে ১২,০০০ (বারো হাজার) পয়েন্টের বেশি পাবেন তারা সবাই ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট পাবেন। এছাড়া প্রথম ২০ জন সবাই তাদের অর্জিত পয়েন্টের ১০% সম্মানী হিসেবে পাবেন, সাথে থাকবে ক্রেস্ট!
পয়েন্ট পাবার নিয়মগুলো হচ্ছে-
এক / চলন্তিকাতে বেশি বেশি সময় দিন। নেটে আসলে একবার হলেও চলন্তিকাতে আসুন। কারন টানা ১৮০ মিনিট ব্লগে থাকলে কিংবা ১৮০ মিনিটের মাঝে আবার ফিরে আসলে ১ পয়েন্ট।
দুই/ প্রতি সপ্তাহে ১০০+ মন্তব্যকারী প্রতেকেই প্রতি শুক্রবার পাবেন ৪০ বোনাস পয়েন্ট।
তিন / প্রতি মাসে ৫০০+ মন্তব্যকারী প্রতেকেই পাবেন ১০০ বোনাস পয়েন্ট।
চার/ বেশি বেশি পোস্ট করুন কারন প্রতি পোষ্টের জন্য ১০ পয়েন্ট পাবেন।
পাঁচ / প্রতি শনি-সোম-বুধ এ চলন্তিকা উদ্যোগের ফেসবুক পেজে (https://www.facebook.com/cholontika/) একটি পোস্ট করা হবে। এটি যারা যারা নিজ নিজ ওয়ালে শেয়ার করবেন তারা সবাই ৪০ পয়েন্ট করে পাবেন। এভাবে কোন প্রদায়ক সহজেই প্রতি সপ্তাহে ১২০ পয়েন্ট, প্রতি মাসে প্রায় ৫০০ পয়েন্ট আর ছয় মাসে ৩,০০০ পয়েন্ট পেতে পারেন সহজেই!
ছয় / মাসের ২৫ তারিখের মাঝে কমপক্ষে ২০টি পোস্ট করে ০১৯৭১৪৪৫৫৬৯ এ এসএমএস করে জানিয়ে দিলে ১০০ পয়েন্ট বোনাস পাবেন।
সাত/ প্রতি শুক্রবার বিগত ৭ দিনের ১০০ বারের অধিক প্রদর্শিত ২০টি লেখার লেখককে লেখা প্রতি ৫ পয়েন্ট বোনাস দেওয়া হবে। তাই ফেসবুকে আপনার ওয়ালে কিংবা কোন গ্রুপে কিংবা ইমেইল এ আপনার লেখা প্রচার করতে পারেন। তাতে লেখা বেশি বেশি প্রদর্শিত হতে পারে। আর এভাবেই আপনার পয়েন্ট বাড়িয়ে নিতে পারেন।
আট/ বেশি বেশি মন্তব্য করুন কারন প্রতি মন্তব্যের জন্য ১ পয়েন্ট পাবেন।
নয় / চলন্তিকা উদ্যোগের অনলাইন শপিং থেকে যদি কেউ কোন পণ্য কেনেন তবে ক্রয়কৃত মূল্যের ১০% পয়েন্ট বোনাস হিসেবে পাবেন।
এছাড়া,
এপ্রিল’১৬ শেষে ৪,৫০০ পয়েন্টের বেশি প্রাপ্ত প্রত্যেকে পাবেন চলন্তিকা উদ্যোগের পক্ষ থেকে গিফট!
জুন’১৬ শেষে ৮,০০০ পয়েন্টের বেশি প্রাপ্ত প্রত্যেকে পাবেন চলন্তিকা উদ্যোগের পক্ষ থেকে গিফট!
গিফট তাদের বাসায় কুরিয়ার করে পৌঁছে দেওয়া হবে।
২০১৫ সালে বিভিন্ন সমস্যার কারনে অনেকেই শেষ পর্যন্ত আমরা কিংবা আপনারা নিয়মিত থাকতে পারেননি, আমরা সে জন্য দুঃখিত। তবে ২০১৫ এর চলন্তিকা ব্লগের বেশ কয়েকজন প্রদায়ককে সম্মাননা দেওয়া হবে- এরা হচ্ছেন এই মেঘ এই রোদ্দুর, সবুজ আহমেদ কক্স, দীপঙ্কর বেরা, সহিদুল ইসলাম, অনিরুদ্ধ বুলবুল, হাসান ইমতি, খন্দকার মোঃ আকতার-উজ-জামান সুমন, টি. আই. সরকার (তৌহিদ), মাজেদ হোসেইন, আমির ইশতিয়াক, এস এম আব্দুর রহমান, এম, এ, কাশেম, জসীম উদ্দীন মুহম্মদ, সুমন সাহা, দ্বীপ সরকার, শওকত আলী বেনু, আর এন মিলি, হরিশঙ্কর রায়, সোহেল আহমেদ পরান, সাঈদ চৌধুরী, সুমাইয়া বরকতউল্লাহ্, জসিম উদ্দিন জয়, ঘাস ফড়িং, গোলাম মাওলা আকাশ, আরজু মূন জারিন, মরুভূমির জলদস্যু, আহমেদ রব্বানী, মিলন বনিক, জাফর পাঠান। এই বছরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা দেওয়া হবে।
আমাদের প্রদায়ক (কন্ট্রিবিউটর) রা আমাদের চলন্তিকা উদ্যোগ কে প্রসারে সাহায্য করছেন। আর তার রিটার্ন হিসেবে আমরা প্রদায়কদের এই সম্মাননা দিতে যাচ্ছি।
আমরা এপ্রিল’১৬ থেকে ম্যাগাজিন বের করতে যাচ্ছি। ইনশাল্লাহ সেখানে প্রতি সংখ্যাতে ১০০ জনের মানসম্পন্ন লেখা থাকবে। ভালো লেখক / কবিদের লেখা প্রকাশ করে তাদের সম্মানিত করতে যাচ্ছি।
তো দেরি কেন আজই চলন্তিকা ব্লগে (http://cholontika.com/blog/) একাউন্ট করে লেখালেখি শুরু করুন আর সবাই জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট, সম্মানী ও ক্রেস্ট!
৩৭,৭৯২ বার পড়া হয়েছে
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট!এটার জায়গায় বই হলে কিন্তু বেশ ভালো হতো ।
চলন্তিকায় আজকাল আর আগের মত প্রান নেই, লেখা,পাঠসংখ্যা ও মন্তব্য দুটোরই বড় আকাল। এমনও
দেখা যায় গোটা সপ্তাহে মাত্র এক বা দুটি লেখা আসে। আগে প্রথম পাতায় এক লেখকের দুটো
লেখা দেয়া যেত না, এখন সে নিয়ম মানতে গেলে মাসে কেউ একটির বেশি লেখা দিতে পারবে
না, তাতে আরো কমে যাবে মোট লেখা ও ব্লগের গতি। অথচ মাসে বিশটির উপরে লেখার জন্য
আলাদা প্রমোশনাল পয়েন্ট আছে, তার মানে এখন এই প্রমোশনাল অফার গ্রহন করতে গেলে ভাঙতে
হয় প্রথমোক্ত নিয়ম। তবুও পুরনো দিনের কথা মনে করে, চলন্তিকা আবার প্রান ফিরে পাবে ভেবে
এখন সপ্তাহে এক থেকে দুটো লেখা দিয়ে যাই। এমন ভাবনার সচল লেখকের সংখ্যাও এখন হাতে
গোনা কয়েক জন।
আজ সেলফোন দিয়ে আমার লেখায় আসা বিরল মন্তব্যের উত্তর দিতে গিয়েও নাকাল হতে হল, সাইট
একদম স্লো, একবার, দুইবার, তিনবার চেষ্টা করার পর মন্তব্যের উত্তর দিতে সমর্থ হলাম। সম্প্রতি
মন্তব্য দিতে গিয়ে বেশ কয়েকবার এই একই সমস্যা হয়েছে আমার। মন্তব্য করে এড বাটনে চাপ দিলে
সাইট রিলোড হয় কিন্তু মন্তব্য যোগ হয় না, এই সমস্যা কি আমার একারই হচ্ছে না অন্য কারো বা
সবারই হচ্ছে, এই বিষয়ে সঞ্চালক ও লেখক বন্ধুদের মনোযোগ আকর্ষণ করছি।
লেখা পোষ্ট করার পর এডিট করে আবার লিখছি কারন লেখা যোগ করতেও তিন বারের চেষ্টায় সফল
হলাম, খুবই দুঃখজনক ব্যাপার।
হঠাৎ করে কেন এমন অচলাবস্থা হল চলন্তিকার, বিভিন্ন অফার দিয়েও আগের মত সচল হচ্ছে না ব্লগ।
বিষয়গুলো ভাবা দরকার। সঞ্চালকরাও আগের মত একটিভ নন। সাইট নিয়মিত ঠিকমত আপডেট হয় না,
পত্রিকার প্রকাশনার বিজ্ঞপ্তি দিয়ে লেখা নিয়েও হল না প্রকাশনা, কেন হল না সে বিষয়ে কোন
স্পষ্ট বক্তব্যও চোখে পড়েনি। একই ব্লগে এখন সাহিত্যের পাশাপাসি যোগ হয়েছে ব্যবসায়িক
উদ্যোগ। যান্ত্রিক সমস্যার কারনে এমনিতেই লেখা, মন্তব্য দেয়া ঝামেলার কাজ। তারপরে আগে
যেখানে লেখা ও মন্তব্য দূটোতেই পয়েন্ট ছিল বেশি, এখন সেখানে দুটোতেই পয়েন্ট কমিয়ে অর্ধেক
করে আকাশচুম্বী পয়েন্টের বিমান টিকেটের এক অফার দেয়া হয়েছে যা আসলে সঞ্চালকদের
আন্তরিকতার অভাব বা ব্লগের লেখক পাঠকদের মন বুঝতে না পারার কারনে বলেই মনে হয়। দুর্বল হয়ে
যাচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের জায়গাগুলো। যাইহোক আশা করছি সব জটিলতা কাটিয়ে
চলন্তিকা আগের রুপে ফিরে আসবে।