বিকেলের বিষণ্ণতা ভাঙছে কফির ধোঁয়া,
পাশাপাশি বসে আমি ও ঈশ্বর,
এই দৃশ্যটি পরাবাস্তব হতে পারতো, হয়নি,
মানুষের মাঝেই বাস করেন মহামহিম ঈশ্বর,
ঈশ্বর নাক চুলকে একটু লাজুক হেসে বললেন,
আমি অ্যামেরিকান এক্সপ্রেসো ছাড়া খাই না,
ভাগ্যিস এখানে কোন সাংবাদিক নেই,
থাকলেই শুরু হয়ে যেত মারণ প্রশ্নবাণ,
অ্যামেরিকান এক্সপ্রেসোর
এ
প্রেম
মানেনা
ভেদাভেদ
বিধিনিষেধ,
সমাজের চোখ,
বিধিলিপির ছেদ,
শ্রেণীবিভেদের নখ
পারেনা কখনো রুখতে
বাধার রুদ্ধ দেয়াল হয়ে
হৃদয়ে থেকে হৃদয়ে ছড়িয়ে
যাওয়া ভালবাসার ঝর্ণাধারা,
ভালবাসা জানে না কোন সীমারেখা,
ভালবাসা মানে না কোন অগ্নি বলয়,
ভালবাসা শোনে না কোন শাসন বারণ ।
ঘরানাঃ অবরোহী পঞ্চদশ
দুয়ারে এসে গেছে ভালোবাসার দিন,
প্রিয়কে জানাই ভালোবাসা অমলিন ।
বিস্তারিত পড়ুন
[পূর্বসুত্রঃ আমিঃ হাই প্রিন্সেস, কেমন আছেন ? ……………………………………… প্রিন্সেসঃ Hello There, Ke Apni ? ………………………………………………… …………………………………………………… প্রিন্সেসঃ আপনার ম্যানেজার আছে ? আপনি কি করেন ? আমিঃ আমার ম্যানেজারের নাম মিঃ ল্যাপি । যখন মন যা চায় তাই করি, যেমন এখন একটা প্রোজেক্ট শুরু করেছি, আকাশের সব তারা, যেগুলো খালি
বিস্তারিত পড়ুনপ্রেক্ষাপটঃ
ফেসবুক যোগাযোগের অন্যতম একটি হাতিয়ার হল ফেসবুক
চ্যাট । চ্যাটের অন্যতম তিনটি মাধ্যম হল, টেক্সট চ্যাট, ভয়েস
চ্যাট ও ভিডিও চ্যাট । ব্যক্তিভেদে ভিন্ন এর ব্যবহারের উদ্দেশ্য ।
কেউ যোগাযোগের জন্য, কেউ নিছক সামাজিকতার আকর্ষণে,
কেউ সময় কাটাতে, কেউ নতুন বন্ধু বান্ধবীর খোঁজে, কেউ
পটভূমিঃ
সেই মার্ক এলিয়ট জুকার বার্গ এর হাত ধরে শুরু এরপর
ফেসবুককে আর পিছু ফিরে তাকাতে হয়নি। যত দিন গেছে
ততই বেড়েছে ফেসবুকের ব্যপ্তি,সদস্য সংখ্যা ও জনপ্রিয়তা।
সমস্যা, অভিযোগও আছে প্রচুর তবুও গুগল, টুইটার, ইয়াহু,
মাইস্পেস সবাইকে পিছে ফেলে আজ নেট দুনিয়ায় নিজের
শ্রেষ্ঠত্ব
সর্বশেষ ১০টি মন্তব্য