নোটিশ
পাৱুল
এই লেখাটি ইতিমধ্যে 2151বার পড়া হয়েছে।
একদা এক মেয়ে ছিল
নাম ছিল তাহাৱ পাৱুল;
অল্পবয়সে সখেৱ কেয়াসে!
পিড়িতে বসে কৱলো কি ভুল।
ৱুপে ছিল এক সুদর্শন;
বলব কি আৱ গুনেৱ পন।
মাদ্ৰাসা তে পড়তো পাৱুল;
কাঁচা সোনায় মাখা মন।
বয়সেৱ কথা বলব কি আৱ
লম্বায় ছিল বেশ;
পাখিৱ নীড়েৱ মত চোখ ছিল তাৱ,
কাল ছিল দীঘল কেঁশ।
তাহাৱ প্ৰেমে মগ্ন ছিল
সহপাঠি এক বালক
চোখে ধুলা দিয়ে বালকেৱ
ছড়িয়ে দিল ছলনাৱ পালক।
স্বামিৱ ঘৱে গেল পাৱুল
ছাড়িয়া বাপেৱ বাড়ি
দিদি, ভাই আৱ বন্ধু বান্ধব
সবাইকে দিল আড়ি।
২,১০৯ বার পড়া হয়েছে
Tarpor Ki holo
valo likhechen
valo laglo
সুন্দর লিখা, ফড়িংয়ের জীবনের সাথে পারুলের জীবনের বাস্তব কোন সম্পর্ক নেই তো 😛
আপনার কবিতা পড়ে পুরোনো কিছু কথা মনে পড়ে গেলো।
পাৱুল আমাদেৱ কলেজেৱ প্ৰথম বর্ষেৱ ছাত্ৰী তাছাৱা তাৱ সাথে আমাৱ পৱিচয় অল্প কদিনেৱ।
পারুল আর ফড়িং
চমৎকার মিল
শুভ কামনা।
আসলেই ত ঘটনা কি ঘাস হু
ভাল লাগল। বানান দেখ