Today 15 May 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অখন্ড যন্ত্রণাবিদ্ধ

লিখেছেন: এ টি এম মোস্তফা কামাল | তারিখ: ০৩/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 878বার পড়া হয়েছে।

বার বার হেরে যাই কবিতার কাছে
অখন্ড শব্দের স্রোত
বিপর্যস্ত হয় হামেশাই।
সেকেলে কক্ষের স্বাস্থ্যহীন পরিবেশ
বাইরে ডাকছে এসে বন্ধুবর হৃষিকেশ
একটানা শিশুর কান্নার সুর
পাখীদের ডাকাডাকি, বহু দূর
হতে ভেসে আসে কলের চাকার শব্দ
প্রকৃতি কখনো বুঝি হবে না নিস্তব্ধ !

সেকেলে কলোনী, শ’ খানেক মানুষের
শব্দময় বসবাস
দেয়ালে সেঁদিয়ে থাকে
সবার নি:শ্বাস
মুখবন্ধ স্বভাবের ব্যাপক আকাল
কবিতো দূরের কথা অকবিও ভীষণ নাকাল
কাগজ কলম হাতে যখনি বসেছি
এক জন বলছে,
কী মাস্টার, কেমন রয়েছো ?
দেশময় সামরিক শাসন চলছে।

নিরর্থক প্রশ্নের জ্বালায়
কবিতার শব্দমালা ছিটকে পালায়
বই নিয়ে বসতেই, হায়
শরীর ঢেকেছে এক লোকের ছায়ায়
সশরীরে এসে গেছে হৃষিকেশ বাবু
আমার দর্শনশাস্ত্র একেবারে কাবু !

৯৫৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭২ টি
সর্বমোট মন্তব্য: ১৩৫২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৫ ০২:৫৫:১৯ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  “দেয়ালে সেঁদিয়ে থাকে
  সবার নি:শ্বাস
  মুখবন্ধ স্বভাবের ব্যাপক আকাল
  কবিতো দূরের কথা অকবিও ভীষণ নাকাল”
  একেবারে বাস্তব।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগলো কবিতা পড়ে,

 3. সপ্নিল রায় মন্তব্যে বলেছেন:

  প্রথম থেকে শেষ অবধি সুন্দর

 4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  নিরর্থক প্রশ্নের জ্বালায়
  কবিতার শব্দমালা ছিটকে পালায়
  বই নিয়ে বসতেই, হায়
  শরীর ঢেকেছে এক লোকের ছায়ায়
  সশরীরে এসে গেছে হৃষিকেশ বাবু
  আমার দর্শনশাস্ত্র একেবারে কাবু !
  …………………………
  ভাল লিখছেন।

 5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  নিরন্তর উৎসাহ থেকে আমিও উৎসাহ পেলাম।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top