Today 14 May 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অগ্নি ছেলে

লিখেছেন: এ হুসাইন মিন্টু | তারিখ: ১৯/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 698বার পড়া হয়েছে।

আমারে একটা বন্ধুক দেও

আমারে একটা বন্ধুক দেও,

বার বার ডেকে বলে

অনেক সয়েছি

আর সইব না

বলে অগ্নি ছেলে।

ওরা আমার মাকে মেরেছে লাথি

আর বাপকে করেছে গুলি

আমার উঠুনে খাড়া হয়েই

আমার ঘর দিয়েছে জ্বালি,

ঘরের ভেতরে পোড়ে মরেছে

আমার ছোট্ট ভাই

আমারে একটা বন্ধুক দেও

আজ ওদের আর রক্ষা নাই ।

 

আগুনে ঘর পোড়ছে

বুক জ্বলছে ক্রোধে

আমারে একটা বন্ধুক দেও

যুদ্ধে যাবো যুদ্ধে !

৭৯৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
পুঁজিবাদের এই জমানায় কলম আমার পুঁজি চেনা মানুষের ভিড়ে আমি অচেনা মুখ খোঁজি,, কলমে ভর করে দাড়ানোর প্রচেষ্টায় রত এক শব্দ শ্রমিক । লেখকের প্রকাশিত বইসমূহঃ- কাব্যগ্রন্থ-জীবন নদীতে খরা উপন্যাস-অশ্রু, নরক ও প্রচ্ছায়া ।
সর্বমোট পোস্ট: ৯৮ টি
সর্বমোট মন্তব্য: ১২৫০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-২৬ ১২:২৭:৩১ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. বিএম বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

  “আমারে একটা বন্ধুক দেও
  আমারে একটা বন্ধুক দেও,”

  লেখাটি আরও সুন্দর হয়ে উঠতো যদি বানানের দিকে একটু খেয়াল রাখতে পারতেন। এখানে “বন্ধুক” বলতে বন্ধুকে বোঝাচ্ছেন না বন্দুক বোজাচ্ছেন, তা পরিষ্কার নয়। সম্ভবত বন্দুক কথাটিই হবে। বানান বিভ্রাটের কারণে অর্থ বিভ্রাট ঘটে। আশা করি শুদ্ধ করে নেবেন। ধন্যবাদ।

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ‘আমারে একটা বন্ধুক দেও’ এই কথাটা দুইবার হওয়াতে দুইবার হওয়াতে কবিতার সৌন্দর্য নষ্ট হয়েছে মনে হয়।

  • এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

   আমার মনে হয় না । এক কিশোর, যার মাকে তার চোখের সামনে নির্যাতন করা হয়েছে বা হচ্ছে, সে একবার লড়তে চেয়েই স্থির হয়ে বসে থাকবে, এটা আমার বিশ্বাস হয় না।

 3. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  আমারে একটা বন্ধুক দেও, যুদ্ধে যাবো যুদ্ধে !…অমিত তেজ আর সাহসী উচ্চারণ সাথে অনন্য সুন্দর স্বপ্ন….খুব খুব ভালো হয়েছে…

 4. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  অনেক ধন্যবাদ দাদা ।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চমত্‍কার হয়েছে কবি ।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  চমৎকার লিখা

  ভাল ভাবনা
  ভাল লাগলো অনেক

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top