Today 04 Oct 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অথচ

লিখেছেন: আলমগীর কবির | তারিখ: ২২/০৮/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1387বার পড়া হয়েছে।

তোমাকে খুঁজেছি তোমার ঘরের কোণে;
অথচ তুমি আছ আমার ঘরের তৈজসপত্রে।

তোমাকে খুঁজেছি সপ্তম আসমানের রাজ প্রসাদে;
অথচ তোমার অস্তিত্ব সেখান থেকেও সপ্তম আসমান দূরে।
God
তোমাকে খুঁজেছি তোমার বিদিত পরিচিত জনের কাছে:
অথচ তুমি নিবাস বেঁধেছ প্রতিজনের অপরিচিত গহীনে।

তোমাকে খুঁজেছি মাইকের আহ্বানের শব্দ তরঙ্গে:
অথচ তুমি লুকিয়ে আছো সেই তরঙ্গের শিরায় শিরায়।

তোমাকে খুঁজেছি তরবারির ধারালো শরীরে;
অথচ তুমি থিতু হয়ে আছ সকলের ভোতা মানস-পটে।

তোমাকে খুঁজেছি ঘণ্টাধ্বনির ঝন ঝনানীতে;
অথচ তোমার চলা ভিন্নমতের অভিন্ন পথে।

তোমাকে খুঁজেছি মন্ত্রে মন্ত্রে মুগ্ধ বাণীতে;
অথচ তোমার বিচরণ সেখান থেকেও সন্নিকটে।

কেউ কেউ তোমাকে সৃষ্টি করেছে নীলিমার সপ্ত-নীলে;
অথচ তারা তোমাকে রূপ দিয়েছে অশরীরী অস্তিত্বহীনতায়।

তারা তোমাকে আচ্ছাদিত করেছে প্রেমহীন নিষ্ঠুরতায়
অথচ তোমার প্রেমে জন্ম নিয়েছে সপ্তর্ষির সহোদর সপ্তনদী।

১,৩৮১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি আলমগীর কবির , জন্ম 1979 সালের 25 জানুয়ারী , গ্রাম-চাঁদপুর, ডাক-কন্যাদহ, হরিণাকুন্ডু, ঝিনাইদহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাব বিজ্ঞানে এমকম করার পর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম-এ এমবিএ করি। বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করি, প্রতিষ্ঠানের নাম ওয়েভ ফাউন্ডেশন। যখন কলেজে পড়তাম তখন থেকেই লেখালেখির খুব ইচ্ছা ছিল কিন্তু আত্ম বিশ্বাসের অভাবে হয়ে উঠেনি। রবীন্দ্র নাথ ঠাকুরের ছোট গল্প এবং হুমায়ুন আহম্মেদ, সুনীল গঙ্গোপধ্যায়, মানিক বন্দোপধ্যায় সহ বেশ কিছু লেখাকের উপন্যাস পড়তে খুব ভাল লাগে। আগে কবিতা পড়তে ভাল লাগত না তবে এখন ভাল লাগে।
সর্বমোট পোস্ট: ৬১ টি
সর্বমোট মন্তব্য: ৩৪১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৭ ০৯:৩৯:৩৮ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. দ্বীপ সরকার মন্তব্যে বলেছেন:

  খুব ভালো লাগলো।

 2. আলমগীর কবির মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ সরকার বাবু

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বেশ ভালো লাগলো
  অসাধারণ কাব্যতা

  শুভ কামনা রইল

 4. আলমগীর কবির মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ সবুজ ভাই।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর। ভাল লাগল অনেক

 6. আলমগীর কবির মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ ভাই।

 7. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  অথচ সেই ‘তুমি’টাকেই চেনা হল না।
  বেশ কাব্যিক হয়েছে। ভাল লাগল কবি। অভিনন্দন –

 8. আলমগীর কবির মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ বুলবুল ভাই।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top