Today 02 Aug 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অনাবাদী বুক

লিখেছেন: এ টি এম মোস্তফা কামাল | তারিখ: ০৩/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 837বার পড়া হয়েছে।

অনাবাদী থেকে থেকে এই বুক
পতিত জমির মতো আগাছাসঙ্কুল।
সততার পেলব শরীরে
মিথ্যার দগদগে ক্ষত !
গোলামীর কাঁটাগাছ বিষফল জন্ম দিয়ে
অবস, নিথর করে রেখে গেছে চেতনার কুঁড়ি।
উন্মেষের রক্তজবা কখনো ফোটে না।
হিংসার প্রবল স্রোতে
ডুবে গিয়ে প্রেমের উঠান
বিধবা নারীর মতো জীবন বোনে না।
নির্দয় জোঁকের মতো রক্তচোষা স্বভাবের
মগজের প্রতি পরমানু।
কাণ্ডময় বটের বদলে
স্বর্ণলতা জন্মে আছে ঢের।

এখনো সময় আছে
আগাছা উঠিয়ে এই বুকের পলিতে
গোলাপ ফোটানো যাবে
নি:স্বার্থ গন্ধ ছড়ানো।
উন্মেষের রক্তজবা
চেতনার কুঁড়ি
সততার বিমল জোছনা
উচ্ছ্বসিত প্রাণের জোয়ার
এখনো ভরাতে পারে
বুকের জমিন

চেতনার হাজার দোহাই
এমন সুফলা বুক
বারবার অনাবাদী
রেখে রেখে পতিত করো না।

৯১৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭২ টি
সর্বমোট মন্তব্য: ১৩৫২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৫ ০২:৫৫:১৯ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  চমৎকার !
  অনেক ভাল লাগা ++++++++++++

 2. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  “গোলামীর কাঁটাগাছ বিষফল জন্ম দিয়ে
  অবস, নিথর করে রেখে গেছে চেতনার কুঁড়ি।
  উন্মেষের রক্তজবা কখনো ফোটে না।”

  দারুণ।

  অভিবাদন।

 3. মৌনী রোম্মান মন্তব্যে বলেছেন:

  “হিংসার প্রবল স্রোতে
  ডুবে গিয়ে প্রেমের উঠান
  বিধবা নারীর মতো জীবন বোনে না।”

  ভিন্নস্বাদে উপমা, ভাল লাগল :-)

 4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  সুন্দর কবিতা। :)

 5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ভাই অনাবাদী রাখার কোন উপায় নেই, যে করেই হোক চাষবাস করতে হবে।

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চেতনার হাজার দোহাই
  এমন সুফলা বুক
  বারবার অনাবাদী
  রেখে রেখে পতিত করো না।

  অসম্ভব সুন্দর কবিতা……..

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top