অনুপ্রাস
এই লেখাটি ইতিমধ্যে 1401বার পড়া হয়েছে।

ছন্দহারা নন্দবাবু
আছেন মহা ফাঁপড়ে
যা-ই করেন গিন্নী বলেন
‘করছো কি হে বাপুরে’?
বাড়া-বাড়ির বাড়াবাড়ি
সবকিছুতেই বাগড়া ধরি
কর্মরুচির বাড়াবাড়ি
সকল কজেই খুঁত ধরি।
কথার তেজে বাড়াবাড়ি
মৌনতা হয় ঘৃণাতে
অবহেলার বাড়াবাড়ি
ভালবাসার বেলাতে।
মৌন যখন ছন্দ-পতন
কাড়াকড়ির অধো-গতি
মুগ্ধ চোখে তাকায় না যে
দেখলে কারো অগ্রগতি।
ঋদ্ধকাঠি গোবাক তরু
করতে গেলে কোলা-কুলি
বন্ধু হলেই ঊন-তরাসে
করতে আসে গলা-গলি।
ছন্দবিহীন দ্বন্দ্ব লাগে
অতি সুখের জাড়া-জড়ি
অল্প দুঃখেও কাতর অতি
কখন যে হয় ছাড়া-ছাড়ি।
জোরাজুড়ির বাড়া-বাড়ি
আপন কাজের মহিমায়
বিরক্তিকর ঘোরা-ঘুরি
আদনা কাজের প্রতীক্ষায়।
মনোকষ্টের ছড়া-ছড়ি
গুমরে কাঁদা ব্যথার পাহাড়
ঝর্ণা ধারায় বহে নদী
তুচ্ছ শোকেই অকুল পাথার।
১,৩৮৫ বার পড়া হয়েছে
কৈফিয়ত -
তোমরা যে যা-ই ব'ল না বন্ধু; এ যেন এক - 'দায়মুক্তির অভিনব কৌশল'! যেন-বা এক শুদ্ধি অভিযান - 'উকুন মেরেই জঙ্গল সাফ'!! প্রতিঘাতের অগ্নি-শলাকা হৃদয় পাশরে দলে - শুক্তি নিকেশে মুক্তো গড়ায় ঝিনুকের দেহ গলে!! মন মুকুরের নিঃসীম তিমিরে প্রতিবিম্ব সম - মেলে যাই কটু জীর্ণ-প্রলেপ ধূলি-কণা-কাদা যত।
রসনা যার ঘর্ষনে মাজা সুর তায় অসুরের দানব মানবে শুনেছ কি কভু খেলে হোলি সমীরে? কাব্য করি না বড়, নিরেট গদ্যও জানিনে যে, উষ্ণ কুসুমে ছেয়ে নিয়ো তায় - যদি বা লাগে বাজে। ব্যঙ্গ করো না বন্ধু আমারে অচ্ছুত কিছু নই, সীমানা পেরিয়ে গেলে জানি; পাবে না তো আর থৈ।
যৌবন যার মৌ-বন জুড়ে ঝরা পাতা গান গায় নব্য কুঁড়ির কুসুম অধরে বোলতা-বিছুটি হুল ফুটায়!! ভাল নই, তবু বিশ্বাসী - ভালবাসার চাষবাসে, জীবন মরুতে ফুটে না কো ফুল কোন অশ্রুবারীর সিঞ্চনে। প্রাণের দায়ে এঁকে যাই কিছু নিষ্ঠুর পদাবলী: দোহাই লাগে, এ দায় যে গো; শুধুই আমার, কেউ না যেন দুঃখ পায়।
সর্বমোট পোস্ট: ১৪৩ টি
সর্বমোট মন্তব্য: ২৪২২ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০২-১৪ ০২:৫৯:৫৩ মিনিটে
কথার তেজে বাড়াবাড়ি
মৌনতা হয় ঘৃণাতে
অবহেলার বাড়াবাড়ি
ভালবাসার বেলাতে।
আসলেই
লেখা অসম্ভব সুন্দর হয়েছে
শুভকামনা সতত
আপনার প্রেরণাদায়ক মন্তব্যে প্রাণীত হলাম।
প্রীতি এ শুভেচ্ছা জানবেন।
অনুপ্রাসে অনুপ্রাসের ব্যবহার ভালো লাগলো …
কবির প্রেরণা আমার জন্য আশির্বাদ বিশেষ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
চমত্কার লিখেছেন কবি ।কিছু শব্দের ব্যবহার অসাধারণ ।অনেক ভালো লাগলো
অনেক শুভেচ্ছা ও ভালবাসা কবিকে।
ভাল থাকুন নিরন্তর –
কবি হাসান ইমতি ভাইয়ে সাথে সহমত
বেশ ভাল লাগলো অনুপ্রাস
বেশ ভাল ভাবনার প্রকাশ
শুভ কামনা
শুভ বিকেল
খুব সুন্দর