অনূদিত গল্প ………………..৩
এই লেখাটি ইতিমধ্যে 1388বার পড়া হয়েছে।
বলিরেখাটি নতুন। আয়নায় যখন নারীটি নিজেকে কিছুটা কঠিন চোখে দেখছিল তখনই এটা চোখে পড়ল যা অসুখি হওয়ার নতুন আরেকটি অনুষঙ্গ হিসেবে দেখা দিয়েছে। এখন কেবল বিগত দিনের কথা মনে করে দুঃখ করা। সময়ের সাথে সাথে ক্ষয়ে যাচ্ছে যৌবন। বলিরেখাটির মধ্যে সে দেখতে পেল রৌদ্র-তাপে বাইরে কাটানো ছুটির দিনগুলো আর অনেক রাত্রি পর্য্ন্ত কাটানো পার্টিগুলো। সে দেখতে পেল মিশুসুলভ ঘুমহারা রাত, দুশ্চিন্তা, অসুস্ততা, বাড়ির কাজ এবং পরীক্ষা। আরও দেখতে পেল তার কর্ম্ জীবন – নানা সমস্যার সমাধান করা, সবার কথা শুনা, নেতৃত্ব দেওয়া এবং পৃষ্ঠপোষকতা করা। সে অনুভব করে এই বলিরেখা তার কর্ম্ জীবনেরই প্রতিচ্ছবি, তার কঠোর পরিশ্রম আর নিষ্ঠার প্রতীক, তার সারা জীবনের সত্যায়নকারী।
“তাহলে এটাকে মুছে ফেলার জন্য তৈরী আপনি?”
নারীটি শৈল্য চিকিৎসকের দিকে তাকাল, তার হাতে ইনজেকশনের সিরিঞ্জ।
সে আবার বলিরেখাটির দিকে তাকাল এবং মাথা নেড়ে দৃঢ়ভাবে বলল, “অবশ্যই! লাগবেন বাজি?”
নোট: এটি ইংরেজী এক শ শব্দে লিখিত একটি গল্প। প্রকাশিত হয়েছে বিখাত Reader’s digest ম্যগাজিন এর অক্টোবর 2014 সংখ্যায়। লেখকের নাম Gemma Malley যিনি মূলত একজন বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক। মূল লেখায় আলদা কোনো শিরোনাম নেই। কেবলই এক শ শব্দের গল্প।
১,৩৬৮ বার পড়া হয়েছে
একটু বড় গল্প অনুবাদ করুন না ভাল লাগবে।
করব ইনশা আল্লাহ। ধন্যবাদ
জী আকাশ ভাই ঠিকই বলেছে, আরেকটু বড় হলে পড়ে সন্তুষ্ট হতে পারতাম
করব ইনশা আল্লাহ। ধন্যবাদ
খুব সুন্দর ধারনায় লেখা ভাই।
অনেক ধন্যবাদ ……………..
অনেক অনেক ভাল লাগল ভাইয়া, আরো অনুবাদ করুন তবে ছোট আকারে দিবেন।