Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অন্যের ইনবক্সের মেসেজ ডিলিট এক ক্লিকেই!

লিখেছেন: মাসুদ পারভেজ | তারিখ: ০৭/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1084বার পড়া হয়েছে।

প্রিয়জনকে মেসেজ পাঠাতে গিয়ে তা ভুল করে পাঠিয়ে দিয়েছেন অন্য কাউকে৷ আর তার জেরে চিন্তায় ঘুম চলে যাওয়ার যোগার৷ ভাবছেন সব পর্দা এবার বুঝি ফাঁস হয়ে গেল৷আর সেই চিন্তাতে  আপনার ঘুম চলে যাওয়ার জোগার৷ ফোন ব্যবহার  করে থাকলে আপনিও মাঝে মাঝে এমন বিপদের সন্মুখীন হয়েই থাকেন৷ আর এই বিপদ থেকে মুক্তির জন্য বাজারে আসল নয়া অ্যাপ৷এবার এই অ্যাপের মাধ্যমেই আপনি আপনার পাঠানো মেসেজকে ডিলিট  করতে করতে পারবেন৷

1

এবার ভুল করে অন্যকে মেসেজ বা বার্তা পাঠালেও তা আপনি এই অ্যাপের মাধ্যমে ডিলিট করতে পারবেন আপনার নিজের মোবাইল থেকে৷ নয়া এই অ্যাপটির নাম ‘রাকিম’৷

এই অ্যাপের সাহায্য আপনি নিজের ফোন থেকেই ডিলিট করে ফেলতে পারবেন ভুল করে অন্যকে পাঠানো কোনও SMS৷ ডিলিট করার সঙ্গে সঙ্গে তা আপনার সেন্ডবক্স থেকে মুঝে যাবে, শুধু তাই নয়,  অন্য ব্যক্তির মোবাইলের ইনবক্স থেকেও মুছে যাবে আপনার পাঠানো SMS টি।

১,০৭০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-২৩ ১৫:৪৮:১৪ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    দেখব ট্রাই করে

  2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    দারুন তো!
    মন থেকে ডিলিটের এ্যাপস টি কবে আসছে বলতে পারেন?

  3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    ওরে বাবা ! জটিল অ্যাপস ! গুগল প্লে-তে পাওয়া যাবে কি ?
    সোর্সটা জানালে ভালো লাগবে । ধন্যবাদ ।

  4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভালো ভাবনা আপনার

    বেশ ভালো লাগলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top