Today 02 Aug 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অন্য রকম বসন্ত

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ১৪/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 857বার পড়া হয়েছে।

অন্য রকম বসন্ত
মিলন বনিক

আমার দক্ষিনের জানালাটা
খোলা রেখেছি কত সুদীর্ঘ সময়,
শুধু বসন্তের দক্ষিণা বাতাসে
ঝড়া পাতার মর্মর ধ্বনি শুনবো বলে।
ন্যাড়া কৃষ্ণচুড়াটা ক’দিন পরই মেলবে নতুন কুড়ি
দিগন্তের সীমারেখা বরাবর আমার খোকার
লাল ঘুড়িটা সুতো ছিড়ে হেলে দুলে
চলে গেলো বহুদুর।
শুধু বসন্তের মাতাল হাওয়াটা দোলা দিয়ে বলেছিল
আমার এই পথ চলাতেই আনন্দ।
এলামেলো পথচলায় অভ্যস্ত এই আমি
আজও শুনি শুকনো পাতার সাথে
বিরহী প্রিয়ার কন্ঠস্বর,
সম্ভ্রম হারা বোনের আর্তনাদ,
সন্তান হারা মায়ের আহাজারি।
আজ এলো এক অন্য রকম বসন্ত।
অতঃপর আমি তোমাকে পেলাম
ভালোবেসে হয়তো শিউলীর মালা গাঁথা হবে না
বন্ধু হিসাবে পথ চলার সাথী তো হতে পারি।
যেখানে তুমি আমি, আমি তুমি
আর আমাদের এগিয়ে চলার সংগ্রাম।
—————-

৮৩৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  সত্যিই অন্য ।
  ভাবনার প্রকাশও সুন্দর
  ভাল লাগল

 2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  বসন্তের বাতাস কি খালি দখিণা ভাবে বয়————– ভাল লেগেছে

 3. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

  ভাষা আন্দোলন হয়েছিল ফাল্গুন মাসের ৮ম দিনে। তবে আপনি মুক্তিযুদ্ধের কথা শেষে এনেছেন, ভালো লাগলো।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  হুম পথ চলার সাথি হতেই পারেন। লেখা ভাল লাগল।

 5. মনো জগৎ মন্তব্যে বলেছেন:

  কমেন্ট করার মতো শব্দ খুজে পাচ্ছিনা_____

  এক কথায় মুগ্ধ হয়ে গেলাম___

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top