নোটিশ
অপেক্ষার প্রহর
এই লেখাটি ইতিমধ্যে 1503বার পড়া হয়েছে।
অপেক্ষা বড় কস্টের আমি তা বুঝি
কারন অধির অপেক্ষায় আমি তোমাকে খুজি
তোমাকে পাব বলে দু হাত দিলাম বাড়িয়ে
তবু তুমি নির্বাক ভঙ্গিতে রইলে দাড়িয়ে
সব ভুলে বলেছি নিজের অভিলাস
কথা শুনে হেসেছো করোনি বিশ্বাস
দেবদাস কে পাবার জন্য পার্বতী
কত করেছে মিনতী
যখন পার্বতীর ফেরার ছিলনা কোন পথ
তখনী দেবদাস ফিরে আসতে করলো অনুরোধ
পার্বতীকে ভালবেসে নি:শ্ব হয়েছে দেবদাস
তুমি ও নি:শ্ব হবে এ আমার বিশ্বাস
১,৫৪৫ বার পড়া হয়েছে
চমত্কার হয়েছে কবিতা, আপনাকে শুভ কামনা …..
ভাল লাগলো কবিতাটি । শুভ কামনা । ভাল থাকুন ।
কবিতায় দারুণ মিনতি ফুটে উঠেছে।
Khub khub bhalo laglo
ভাল লাগলো কবিতাটি ।
সুনদর কবিতা
অপেক্ষা বড় কস্টের আমি তা বুঝি
কারন অধির অপেক্ষায় আমি তোমাকে খুজি
তোমাকে পাব বলে দু হাত দিলাম বাড়িয়ে
তবু তুমি নির্বাক ভঙ্গিতে রইলে দাড়িয়ে
চমত্কার কবিতা । অনেক শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন।
সুন্দর কথামালা
দারুন <<<<<<<<<<<<<লিখনী
শুভ কামনা রইল
শুভ সন্ধ্যা আপনাকে