Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অপেক্ষা

লিখেছেন: সারমিন মুক্তা | তারিখ: ০৬/০৯/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1732বার পড়া হয়েছে।

অপেক্ষা বড় কস্টের আমি তা বুঝি
কারন অধির অপেক্ষায় আমি তোমাকে খুজি
তোমাকে পাবো বলে দু হাত দিলাম বাড়িয়ে
তবু ও তুমি নির্বাক ভঙ্গিতে রইলে দাড়িয়ে।
সব ভুলে বলেছি নিজের অভিলাস
কথা শুনে হেসেছো করোনী বিশ্বাস।
দেবদাসকে পাবার জন্য কত কেদেছে পার্বতী
দু হাতে করেছে মিনতী।
আমি ও কাঁদি একাকি নির্জন রাতে
কিন্তু হায় পার্বতীর মতো আমার ও দেবদাস নেই পাশে।
যখন পার্বতীর ফেরার ছিলো না কোন পথ
তখনী দেবদাস ফিরে আসতে করলো অনুরোধ।
পার্বতী কে ভালবেসে নিশ্ব হয়েছে দেবদাস
তুমি ও নিঃশ্ব হবে এ আমার বিশ্বাস।

১,৭০৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
UDC Brance Propaitor
সর্বমোট পোস্ট: ৪৮ টি
সর্বমোট মন্তব্য: ১৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০২-১৩ ০৩:২৯:১৬ মিনিটে
banner

২ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ভালবাসা অমর হোক
    সুন্দর হয়েছে কবিতা

  2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো পড়ে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top