Today 04 Oct 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অবহেলা

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ০১/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1027বার পড়া হয়েছে।

অবহেলাকে প্রশয় দিলে

অনেক অচেনা মুখ

তোমারই মুখের সামনে ঘোরা ফেরা করবে ।

ভাল তো নাও লাগতে পারে

মনের মত করে শাখা প্রশাখার বিস্তৃতি নাও ঘটতে পারে ;

আর ছেটে ফেলতে চাইলেও

অনেক সময় কিছুতেই নিজের থেকে সরিয়ে রাখা যায় না ।

তা বলে অবহেলার ধুন বাজাতেই থাকলে

তার আওয়াজ কিন্তু ভুক্তভোগী বার বার শুনতে চাইবে না ;

ফলে প্রতিধ্বনি আর অনুরনণ না ঘটিয়ে

ধ্বনির চিৎকারে তোমার জীবনীকেও

অবলীলায় বিধ্বস্ত করে দিতে পারে ।

অবহেলা , সেও যে একই জীবনের আলোতে

খুব বড় হতে চায়

আর ঘুরে ফিরে তোমাকেও এই একই প্রতিদান দিতেই পারে ।

কষ্টের আয়নায় সেই অবহেলা

অন্য কথা বলতেই পারে ।

-০-০-০-

১,০৫৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৫০ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অবহেলা বড় কষ্ট দেয়। সুন্দর কবিতা

 2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  তোমারই মুখের সামনে ঘোরা ফেরা করবে ।
  ভাল তো নাও লাগতে পারে
  মনের মত করে শাখা প্রশাখার বিস্তৃতি নাও ঘটতে পারে ;
  আর ছেটে ফেলতে চাইলেও

  আপনার কবিতায় অন্য ধরনের ছন্দ খুঁজে পেলাম। অনেক ভাল লাগল পড়তে। ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

 3. শওকত আলী বেনু মন্তব্যে বলেছেন:

  চমত্কার লিখেছেন …

 4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কবিতা খুব সুন্দর হয়েছে ,
  তবে অবহেলা শব্দটাই কেমন যেন অবহেলার।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top