নোটিশ
অবাক করা মজার তথ্য!!!
এই লেখাটি ইতিমধ্যে 1609বার পড়া হয়েছে।
☞যুক্তরাজ্যে যতগুলো টেলিভিশন আছে জাপানে ততগুলো মানুষও নাই।
☞আমেরিকার গাড়ির সংখ্যার চেয়ে ভারতে গরুর সংখ্যা বেশি।
☞ প্রতিবছর পাইরেসি করে প্রায় ৪০ বিলিয়নগান ডাউনলোড করা হয়, যা ওই বছর রিলিজকৃত মোট গানের প্রায় ৯০ শতাংশ।
☞ হারমোনিকা বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত সংগীতযন্ত্র।
☞ বিশ্ব সংগীত–বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের দখল প্রায় ৩১ দশমিক ৩ শতাংশ।
☞ বিশ্ব সংগীত–বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের দখল প্রায় ৩১ দশমিক ৩ শতাংশ।
☞ যাদের ১০টির বেশি টি–শার্ট আছে, তাদের ৭০ শতাংশ পুরুষ।
☞ সবচেয়ে বেশি চুয়িংগাম প্রস্তুত হয় তুরস্কে। সে দেশে প্রায় ৬০টি চুয়িংগাম প্রস্তুতকারী কারখানা আছে।
☞ এখন অধিকাংশ চিকিৎসক রোগীদের সুগার ফ্রি বা চিনি ছাড়া চুয়িংগাম চিবোনোর পরামর্শ দেন
☞ বিশ্বের সবচেয়ে পুরোনো চুয়িংগাম নয় হাজার বছর আগে বানানো হয়েছিল।
☞ 1685 সালে ফ্রান্স মুদ্রা হিসেবে তাস (playing cards) ব্যবহার করে। এর প্রধান এবং একমাত্র কারন ছিলো পর্যাপ্ত কয়েন না থাকা।
১,৭৪১ বার পড়া হয়েছে
আসলেই তো মজার তথ্য
ধন্যবাদ এ হুসাইন মিন্টু ভাই, মন্তব্য করার জন্যে।
ফেইসবুকে বোধ হয় আপনাকে দেখলাম ঐদিন, ঐটা কি আপনার আইডি ?
হা ভাই ঐটা আমার আইডি
খুব ভাল লাগল। অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ।
ভাই আপনার লিখা থেকেও আমরা অনেক কিছু জানতে পারি।
কত কিছু অজানারে…
আপনি অনেক অভিজ্ঞ ব্যক্তি, আপনাকে কিছু জানাতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।
তাই নাকি!
অজানা অনেককিছু জানা গেল।
হা এ হুসাইন মিন্টু ভাই আইডি আমার। সকলকে ধন্যবাদ মন্তব্য করায়।
আপনাকে ও ধন্যবাদ!!
চমৎকার!
ধন্যবাদ!!
ধন্যবাদ,নতুন কিছু জানলাম।
আপনাকেও ধন্যবাদ!!
তথ্য প্রদানের জন্য ধন্যবাদ। অনেক মজার মজার তথ্য।
আপনাকেও ধন্যবাদ!! আহমেদ ফয়েজ ভাই।।
শেয়ারের জন্য ধন্যবাদ ।
অনেক অজানা অনেক মজার তথ্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
অনেক মজার অজানা জানা গেল
ধন্যবাদ
জেনে ভালো লাগলো
সুন্দর এবং মজার তথ্য